জিআরই নিয়ে প্রশ্নগুলো (FAQ-GRE)
জিআরই নিয়ে কমন প্রশ্নোত্তরগুলো এখানে আলোচনা করা হলো।
What is GRE?
GRE = Graduate Record Examination, একটি সম্পূর্ণ কম্পিউটারাইজড পরীক্ষা যা অনেক দেশের অনেক ইউনিভার্সিটিতে (বিশেষ করে উত্তর আমেরিকাতে) গ্র্যাজুয়েট স্টাডি (মাস্টার্স বা পিএইচডি) করার জন্য লাগে। বিস্তারিত এইখানে, NexTop’s note- All About GRE
I have taken IELTS/TOEFL. Do I have to take GRE?
হ্যাঁ, GRE দিলেও আপনাকে IELTS বা TOEFL দিতে হবে। GRE হচ্ছে গ্র্যাজুয়েট স্টাডি করার মেধা আপনার আছে কিনা, সেটা দেখার জন্য, আর TOEFL বা IELTS হচ্ছে ইংরেজিতে আপনার দক্ষতা যাচাই করার জন্য। সূতরাং, GRE and TOEFL are complementary to each other, not supplementary. You have to take both to apply in US universities.
How can I register for GRE?
www.gre.org তে গিয়ে সাইন আপ করে একাউন্ট খুলুন। এরপর ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করে রেজিস্ট্রেশন করতে হবে। ক্রেডিট কার্ড সেবার জন্য আমাদের (NexTop-USA এর) সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সবচেয়ে কম খরচে এবং সবচেয়ে কম সময়ের মধ্যে ক্রেডিট কার্ড সার্ভিস দিয়ে থাকি……
Where and when can I sit for GRE?
Exam centre – American Alumni Association (AAA), House# 145, Road 13B, Block # E, Banani, Dhaka. সপ্তাহে ৪ দিন পরীক্ষা নেয়া হয়। GRE বছরে পাঁচবার দেয়া যায়, কিন্তু একবার দেয়ার পরবর্তী 30 দিনের মাথায় আর দেয়া যায়না।
How many months does it take to prepare for GRE?
আপনার নিষ্ঠা এবং মেধার ওপর নির্ভর করবে। গড়ে চার মাসের মধ্যে হয়ে যাবার কথা……
Is coaching guidance needed for GRE preparation?
নিজে নিজেও প্রিপারেশন নেয়া যায়, trial and error এর মাধ্যমে। তবে Scheduled Guidance এর কিছু না কিছু ফ্যাসিলিটি তো আছেই। তাছাড়া টিম ওয়ার্ক এর মাধ্যমে কম্পিটিশন করে পড়ারও কিছু উপযোগিতা আছে।
কোন কোন কোচিং সেন্টার GRE করায়? কোনটা সবচেয়ে ভালো?
কারো লাগে, কারো লাগে না – depends on one’s merit, that’s the absolute truth of it. নিজে নিজেও প্রিপারেশন নেয়া যায়, trial and error এর মাধ্যমে। আবার Scheduled Guidance এবং টিম ওয়ার্ক এর মাধ্যমে কম্পিটিশন করেও পড়তে পারেন। শুধু এটুকু খোঁজ রাখবেন, যারা Course materials এর Research and Development এর সাথে যুক্ত, যারা এই ক্ষেত্রে one-stop solution দেয়ার ক্ষমতা রাখে, যারা higher study in USA এর এক্সপার্ট (খোদ USA থেকে যারা পরামর্শ দিতে পারবে), শুধু তারাই আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করতে পারবে।
Which books should I follow?
Barron’s new word list, Princetion verbal workbook, Nova’s Math Bible (পাওয়া না গেলে Nova’s GRE), Peterson, Manhattan.
What is the expecting score for revised GRE?
Verbal আর Quantitative মিলিয়ে মিনিমাম স্কোর বলতে 300 এবং ভালো স্কোর বলতে 310+ বোঝায়। Analytical এ 3 বা এর ওপরে পাওয়া উচিৎ……
I want to read other test taker’s experience, where can I find it?
Here, NexTop’s Note- Revised GRE Experience
How many days does it take to get the hard copy of GRE score?
পরীক্ষা দেয়ার এক মাসের মধ্যে ডাক মারফত চলে আসে সাধারণত। দেড় মাসের মধ্যে না আসলে ETS এর সাথে যোগাযোগ করুন
How much does it cost to register for the test?
195 ডলার
How much does it cost to send GRE score to each university?
একবার পরীক্ষা দিলে 4 টা ভার্সিটিতে ফ্রি স্কোর পাঠানো যায়, পরবর্তী প্রতিটি ভার্সিটিতে পাঠাতে লাগে 25 ডলার করে
How much does it cost to reschedule the test?
50 ডলার
আমি তৃতীয় বর্ষের ছাত্র। অনার্স কমপ্লিট করার আগেই জিআরই দিতে চাচ্ছি। পরে এপ্লাই করতে কি কোন সমস্যা হব? মানে জিআরই দেয়ার প্রায় এক বছর পর মাস্টার্স এর জন্য এপ্লাই করতে চাই। সহযোগিতা আশা করছি। ধন্যবাদ।
ওপরে লেখা আছে, স্কোর ভ্যালিড থাকে ৫ বছর। কোনো সমস্যাই নেই।
ভাইয়া কতোবার জি আর ই পরীক্ষা দেয়া যায় ? একবার যদি উত্তীর্ণ হতে ব্যর্থ হই আবার কি দিতে পারবো ?
লেখা আছে তো, ৫ বার দেয়া যায় ১ বছরে।
GRE এর জন্য প্রিপারেশন থেকে শুরু করে আমেরিকা যাওয়ার আগ পর্যন্ত কোন কোন ক্ষেত্রে (IELTS, GRE, WES evaluation, Passport করা, কোচিং করা ইত্যাদি) কতো টাকা করে লাগে? যাতে করে মোট কতো টাকা লাগতে পারে তার একটা ধারনা পাই ৷
There is one amazing article, http://www.nextopusa.com/economics_of_higher_study_in_usa
Do I have to select the 4 Universities where i want to send score for free at the day I take my GRE or can I select them anytime I want?
On the day of the test, after the test.
Nextoper মাধ্যমে আমি কিভাবে reg. fee দিব?
এখানে দেখুন, http://www.nextopusa.com/credit_card_aid
ভাইয়া আমি ফামেসী ফাইনাল ইয়ারে আছি.জিআরই করে পিএইচডি করার জণ্য কেমন /কত ভালো মানের পাবলিকেশন লাগবে?
লাগবেই, এমন কোনো কথা নেই। থাকলে ভালো। যত ভালো জার্নালে, তত ভালো। কিন্তু এটা ছাড়াও প্রচুর স্টুডেন্ট বাইরে পড়তে যাচ্ছে।
ধন্যবাদ ভাইয়া, আপনার মূল্যবান তথ্যর জন্য।আমি vocabuilder এর words গুলো মুখস্থ করে ফেলেছি।
Vaia GRE sakhar jonno ki ki movie dakbo???
Vaia GRE words sakhar jonno ki ki movie dakbo???
আমার সকল সার্টিফিকেট এ আমার নাম “Md. Shafikuzzaman”, কিন্ত পাসপোর্ট এ নাম “Md Shafikuzzaman”. এইখানে Md এর পর ডট নাই। এখন ets এর আইডি খুলব কি নাম দিয়ে এবং পরবর্তিতে এটি কোন সমস্যা করবে কি?
একটা ডটের জন্য কোথাও কোনো সমস্যা হবে না।
I am a student of Computer science and Telecommunication engineering at Noakhali science and technology university. I want to do MBA in USA…… Is it possible after taking GRE????
Yes, it is possible. But you have more funding opportunity in MS or PhD in your own subject Computer Science.
I ve completed my bba and mba from dept.of international business.bba cgpa is 3.66 and mba is 3.79.my husband is american citizen.can i apply for phd programme straightly or should i go for masters?? Is GRE mandatory for me??
You can go for PhD directly.
i am a student of Applied Mathematics and i want to study in Computer since by doing GRE. is it possible? mean i want to say that about sub choice
You can do it, definitely.
i am B.Sc 1 st year student. department of physics…can I sit for gre exam?? sir. I am from NU. is this any pblm??
You should not take the exam right now. It’s too early. Prepare yourself better and take the exam in the fourth year. NU is not a problem.
Vaia GRE exam a ki negative marking ache….????
না, নেই। তবে সব উত্তর না দিলে কিছু পেনাল্টি আছে বলে মনে হয়। তাই, ভুল হোক, কিন্তু সব প্রশ্নের উত্তর দিয়ে আসুন।
ফান্ডিং পেতে হলে কি নিজের বিষয়ে আবেদন করা বাধ্যতামূলক? নাকি অন্য বিষয়ে আবেদন করলেও ফান্ডিং পাওয়া যায়?
জানালে খুব উপকৃত হবো।
অন্যান্য কাছাকাছি বিষয়ে এপ্লাই করা সম্ভব।
ভাই, পরীক্ষায় রাইটিং অংশটা লেখার পর কি সেভ করে রাখতে হবে কম্পিউটারেে, বুঝতে পারছিনা, নাকি অনলাইনে পরীক্ষা সবেদশে একইসময় হয় কিন, একটু বলবেন? ম্যাথ কি সব অবজেক্টিভ আসবে?
অটোমেটিক সেইভ হবে। সেটা নিয়ে চিন্তা করবেন না। আর যেহেতু অনলাইন, তাই সবখানে একই সময়ে পরীক্ষা নেয়ার কোনো প্রয়োজনই নাই। প্রশ্ন কেমন হবে, দেখার জন্য আমাদের ওয়েবসাইটে দেখুন, প্রবন্ধ লেখা আছে। http://www.nextopusa.com/all_about_gre