কোন কাজটা কখন করতে হবে (The Timeline of Success)
কোন কাজটা কখন করতে হবে, সেটা জানা কিন্তু খুব জরুরি। তাই, এই পোস্টটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ছবিতে Fall 21 এর আগ্রহীদের জন্য টাইমলাইন দেয়া হলো। পরের ছবিতে Fall 22 এর জন্য টাইমলাইন দেয়া হয়েছে। এখানে উল্লেখ করা সব কয়টা জিনিসের প্রাথমিক পরিচয় দেয়া আছে এই পোস্টে, Ultimate Checklist for Higher Study in USA. Enjoy!
Fall 21 timeline
.
Fall 22 timeline
.
এটা Fall 2022 এ যারা আমেরিকাতে আসতে চান, তাদের জন্য। আমাদের একটা চমৎকার ফেসবুক গ্রুপ আছে। টাইমলাইন নিয়ে কোনো প্রশ্ন থাকলে সেখানে করতে পারেন। এই পোস্টের কমেন্টেও করতে পারেন।
আমি জব করি, আমার অনার্স এবং মাস্টাস দুই টার ই রেজাল্ট হয়ে গেছে, আমি ২০০৭-২০০৮ এর সেশনের অনাস এর ছাত্র, আমি fall 2016 e apply করতে চাইলে আমাকে কি করতে হবে, university তে কি GRE দেওয়ার আগেই apply করতে হয়, না পরে।
আগে GRE দিতে হয়, তারপর এপ্লাই করতে হয়। টাইমলাইনে তো সেটাই দেয়া আছে, তাই না? আর কী কী লাগবে, সেটার জন্য লিংকও দেয়া আছে, http://www.nextopusa.com/ultimate_checklist
undergraduate study নিয়ে বিস্তারিত এই বই থেকে কি জানতে পারব
আমি অনার্স ৩য় বর্ষে আছি। বিবিএ করছি একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে। আমি গ্র্যাজুয়েট প্রোগ্রামের জন্য পরবর্তীতে জিম্যাট না দিয়ে জিআরই দিতে চাচ্ছি। তাহলে ভালো ইউনিভার্সিটি থেকে ফান্ডিং পাবার সম্ভাবনা কতটুকু?
Economics, Finance, or related subject গুলোতে পাওয়ার বেশ ভালো সম্ভাবনা আছে।
ভাইয়া আমি আর্টস ব্যাকগ্রাউন্ডের ছাত্রী।বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানবিভাগে ৩য় বর্ষে পড়ছি।আমার ম্যাথ ব্যাকগ্রাউন্ড তো ভালো না। আমার পক্ষে জিআরই দেয়া টা কি সম্ভব?মানে ভালো ফলাফল কতটুকু আশা করতে পারি??
Math is not that difficult. With proper preparation, of course you can do it.
Is it possible to get Full Fund in MBA program for a student from engineering background?
Getting full fund in MBA (even from business background) is hard. It is possible (even from engineering background), but it is difficult.
Assalamu alaikum.vaiha,2023 fall session a apply korar jonne GRE& IELTS exam kokhon dite hbe??
Subject :pharmacy er scholarship scope kemon kindly janaben..
আমি রাকা, আমার অনার্স সাবজেক্ট হল চাইনিজ লিটারেচর এ, একটা চাইনিজ ইউনিভারসিটি থেকে, আমি ইউ এস এ তে এপ্লাই করতে চাচ্ছি, বাট বুঝতে পারছিনা কোন সাবজেক্ট চয়েস করব। কোন সাবজেক্ট চয়েস করলে আমাকে ফান্ড ফেতে পারি, প্লিজ হেল্প।
আমি জান্নাতুল,আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩য় বর্ষে আছি রসায়ন বিভাগে।আমি ইউ এস এ মাস্টার্স করতে চাইলে আমি আমার সাবজেক্ট পরিবর্তন করতে পারবো? আর ফান্ড পেতে কোন সাবজেক্ট টা নেওয়া ভালো হবে?
Ami veterinary science e hons. Korechi ami MS korte chai USA te and after that okhanei job korte chai research area tei thakte chai amar cg poor(3.09) so amar jonne ki possible?? USA te jwa and settle howa??