যা যা কিনতে হবে (Ultimate Shopping List)

এই নোটটিতে যেগুলো আপনাকে নিয়ে আসতেই হবে, সেগুলোর কথাই উল্লেখ করা হয়েছে। এর বাইরে আর কিছুই নিয়ে আসার দরকার নেই (নিতান্তই ব্যাক্তিগত জিনিস ছাড়া। যেমন-প্রেমিকার চিঠি)। অনেকেই প্রচুর আজেবাজে জিনিস দিয়ে ব্যাগ ভর্তি করে জরুরি কিছু ফেলে আসেন। এটা করা যাবে না।

বাক্স-পেটরা

§  ১-২টা লাগেজ. (লাগেজ এর সাইজ এবং সংখ্যা আপনার এয়ারলাইন্স এর উপর নির্ভর করবে, টিকেট কাটার সময় জিজ্ঞেস করে নিন)
§  স্কুলব্যাগ একটা, অবশ্যই ল্যাপটপ চেম্বার থাকতে হবে

জামা-কাপড়

§  জিন্সেরপ্যান্ট (৪-৫টা)
§  গ্যাবার্ডিন অথবা টেইলর্স এর কাছ থেকে বানানোপ্যান্ট (২-৩টা)
§  হাফ প্যান্ট (স্পোর্টস ২টা,নর্মাল ২টা)
§  ট্রাউজার (সুতির ২টা,স্পোর্টস২টা)
§  টি-শার্ট (১০টা)
§  ফর্মাল শার্ট (৪টা ফুলহাতা,২টা হাফহাতা)
§  আন্ডারওয়্যার (১০টা)
§  কমপ্লিট স্যুট একটা,টাই সহ
§  রেইনকোট ১টা
§  লাইট সোয়েটার ১টা
§  জ্যাকেট ১টা (হালকা কিনবেন নাকি ভারী কিনবেন তা গন্তব্য স্টেট এর আবহাওয়া কেমন জেনে কিনুন)
§  কাঁথা ১টা (হলেই হবে)
§  বিছানার চাদর (২টা ডাবল সাইজ)
§  টাওয়েল (২টা)
§  রুমাল (২-৩টা)

যন্ত্রপাতি

§  মাউস একটা (ইউএসএ তে দাম বেশি)
§  হেডফোন ১টা (ইউএসএতে দাম বেশি)

অন্য কোনো ইলেকট্রনিকস বাংলাদেশ থেকে কেনার মানে নেই। ল্যাপটপ নতুন কিনে আনা একেবারেই মূর্খামি। আমেরিকা থেকেই ভালো ল্যাপটপ অপেক্ষাকৃত কমদামে পাবেন। সেলফোনের ব্যাপারেও একই কথা।

জুতো-মুজো

§  প্লাস্টিক স্যান্ডেল ১ জোড়া
§  জুতো ১ জোড়া
§  ক্যাজুয়াল কনভার্স ১ জোড়া
§  মোজা শর্ট ৮-১০ জোড়া, লং ২ জোড়া হলেই চলবে

চামড়ার জিনিসপত্র

§  ওয়ালেট অথবা পার্স একটা
§  বেল্ট চামড়ার ২টা ( একটা ফর্মাল, একটা ক্যাজুয়াল, কাপড়ের বেল্টও আনতে পারেন একটা)
§  চামড়ার স্যান্ডেল ২টা (বেল্ট সহ একটা, বেল্ট ছাড়া একটা)

খাবার-দাবার আর কিছু টুকিটাকি

§  ব্যাক্তিগত প্লেট,গ্লাস,চামচ
§  শুকনো খাবার (যদি প্রিয় কিছু থাকে)
§  গুঁড়া মশলা, গোটা মশলা (যতটা সম্ভব, মিক্সড মশলা আনতে পারলে সবচেয়ে ভাল)
§  বিরিয়ানী মশলা
§  মাসকলাই এর ডাল (এটা ইচ্ছার উপর, ভাল না লাগলে দরকার নেই, আমি খুবই মিস করি 🙁 )

সাজুগুজু

§  শেভিং কিট ১ সেট হলেই হবে (আমি দুইবছর শেইভ করি না,ট্রিমার অনেক সময় বাঁচায়)
§  টুথপেস্ট ইচ্ছে হলে আনবেন, ছোট একটা আনলেই হবে
§  টুথব্রাশ ৬-৭টা
§  সাবান, শ্যাম্পু, চিরুনী, নেইল কাটার (সাবান আর শ্যাম্পু ইউএসএ আসার পর আর কেউ বাংলাদেশিটা ব্যবহার করতে চায় না, আমার গুলো গত দুই বছর ধরে বাথরুমেই পড়ে আছে)
§  বডি স্প্রে ১-২টা

এক্সট্রা সাজুগুজু আর কিছু এটাসেটা

§  সান গ্লাস (মাঝে মাঝে লাগে ভাব মারার জন্যে, গাড়ি চালাতেও লাগে)
§  হাত ঘড়ি (যদি থাকে, কিনে আনার দরকার নেই)
§  চশমা কমপক্ষে ৪টা (যারা পড়েন)
§  ছেলেরা ৩-৪টা পাঞ্জাবি, মেয়েরা ৩-৪ টা সালোয়ার কামিজ এবং শাড়ি আনতে পারেন। কিছু কিছু প্রোগ্রামে এগুলো পরা যায়।
§  ঔষুধ (এক লিটার আইসক্রিম বক্স ভর্তি করে নিয়ে আসতে পারেন। Ex- tab Neofloxin 500mg, tab Napa extend, cap Losectil20, tab Fenadin 120, ORS, tab Trevox 500mg
§  সিগারেট (যদি ধূমপায়ী হয়ে থাকেন,অথবা বাংলাদেশি বন্ধুদের জন্যে নিয়ে আসতে পারেন)

মন্তব্য

9 comments

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।