স্কাইপ বা ফোন ইন্টারভিউ বাজিমাত করার কৌশল

লিখেছেন – – ফরহাদ হোসেন মাসুম, সাইফুল ইসলাম

 

আপনি যদি রিসার্চ এসিস্ট্যান্ট পদের জন্য potential applicant হন, তাহলে আপনাকে ওরা স্কাইপ বা ফোন ইন্টারভিউ এর জন্য একটা শিডিউল দেবে। ওরা আগেভাগেই জানিয়ে রাখে সময়সূচী, যাতে ওই সময় আপনি ফ্রি থাকেন। তাছাড়া নেগোশিয়েট করারও সুযোগ থাকে, আপনি দুজনের mutually advantageous একটা সময়ে ইন্টারভিউ দিতে পারেন। মাঝে মাঝে এসব ইন্টারভিউ তে একজনের বেশি (দুজন, বা কখনো তিনজন) ইন্টারভিউয়ার থাকে। এমন হলে ওরা স্কাইপ প্রেফার করে…… ইন্টারভিউ পনেরো মিনিট থেকে তিরিশ-চল্লিশ মিনিট পর্যন্ত হতে পারে।ইন্টারভিউ এর সময় কথার পিঠে কথা আসে। তাই, নির্দিষ্ট কোন প্রশ্নমালা তো নেই। তবুও আসুন, জেনে নেই কিছু কমন প্রশ্ন এবং কিছু স্যাম্পল রেসপন্স……

Your detailed identity
তারা আপনার এই সকল তথ্যই এপ্লিকেশন ফাইল পড়ে জানে, তাও খামাখা জিগায়। বোধহয়, একটু রিল্যাক্স ফিল করানোর জন্য। নিজের ব্যাপারে কথা বলতে গিয়ে একটু স্বচ্ছন্দ হয়ে গেলে পরে একটু টেকনিক্যাল প্রশ্ন করবে, এই আর কি। এটার রেসপন্সে আপনি এই তথ্যগুলো দিতে পারেন – Name, country, major, academic background, current status.

Your feeling for becoming student again.
অনেকে পড়াশোনা শেষ করে জব এ ঢোকার পর এপ্লাই করে, অথবা অনেকের আন্ডারগ্র্যাড এর পর দুই এক বছরের গ্যাপও থাকতে পারে, ওদেরকে এই প্রশ্নটা করে। তখন আপনি বলবেন, উরি বাবা, স্টুডেন্ট লাইফ তো রুচি ডাল ভাজা, খেতে ভারী মজা। এভাবে বলতে পারেন, The way I figure, I’ve always been a student, and probably always will be. Even after my PhD, I don’t think I will put an end in learning. As far as being a student in an instituition, that’s totally cool with me. 

Tell me about your future goal after PhD or Masters.
আমরা মনে করি, আমেরিকাতে হায়ার স্টাডি করতে যাওয়ার ব্যক্তিগত কারণের পাশাপাশি দেশের প্রতি কিছু দায়িত্ববোধজনিত কিছু কারণ আছে। আপনার জ্ঞান দেশের মানুষের কাজে লাগবে, and in a broader sense, মানবতার কাজে লাগবে-এটাই পিএইচডি এর আসল কারণ হওয়া উচিৎ। এবং এটাই এই প্রশ্নের বেস্ট উত্তর। কারো মনে যদি সোনালি কেশবতী কোন সুন্দরী আমেরিকান ললনার প্রতিচ্ছবি অথবা গ্রীন কার্ড মাথায় ঘুরপাক খায়, সেটা এড়িয়ে যাওয়াই ভালো। এখানে আপনার গ্র্যাজুয়েট স্টাডি’টাকে আপনি কিভাবে কাজে লাগাবেন, সেটার একটা চিত্র দিন। মনে করুন, আপনার পিএইচডি Alzheimer disease নিয়ে। তাহলে বলতে পারেন, Many people in the world suffering from the agony of Alzheimer’s disease. I hope to get a solution for that, or atleast keep the disease at bay. After completing my degree, I picture myself as a faculty member in a university where I can teach students and research peacefully which will pave the way for further research on Alzheimer’s disease in molecular level.

Why you applied for that particular University?
হার্ভার্ড, এমআইটি থাকতে এই ইউনিভার্সিটি ক্যামনে আপনার মনে ধরলো? উত্তরটা ক্রিটিক্যাল। বেশ পরিমিত ভাষায় ওদের ইউনিভার্সিটির গুণগান করতে হবে। বলতে পারেন- It is completely based on my research interest. I have found that University of _________ have research facilities with excellent supervision of the Faculty members in this particular research topic. And based on my merit level, I believe that University of _________’s graduate program is a perfect fit for me. 

এরপর ওদেরকে বুইঝ্যা নিতে দেন, যে ওদের ইউনিভার্সিটির র‍্যাংক কেমন, আর আপনার মেরিট লেভেল কেমন !! একটু পলিটিকস লাগে এই উত্তরটা দিতে। এই জিনিসটা SOP (Statement Of Purpose) লেখার সময়ও কাজে লাগে

Why you choose that particular program?
কেন এই বিষয়ে আপনার আগ্রহ, সেটা জানাতে হবে। উত্তরটা গতানুগতিক (আমার সারা জীবনের স্বপ্ন এই বিষয়ে রিসার্চ করার, এই টাইপের) না হলেই ভালো। আপনার জীবনের কোন একটা ঘটনা থেকে হঠাৎ এই লাইনে আপনার আগ্রহ জন্মেছে, সেই ঘটনাটা নিয়ে বলুন, এরপর এই স্টাডিটা কেন জরুরী, সেটা বলুন। আপনি যদি শিক্ষক হন, এবং আপনাকে সেই Alzheimer disease নিয়েই যদি বলতে হয়, তাহলে এমন করে বলা যায়- While teaching a course, students often ask me about the cure of Alzheimer (they are probably interested, because they see Alzheimer in so many movies), and I find myself unable to reply. I know that few drugs come into effect for Alzheimer’s disease. But, to find out new molecules with fewer side effects is very urgently needed for Alzheimer’s disease. I think if I am accepted for this program I will try my best with integrity and hard work to find out a potential molecule for recovery of the disease.

আবার আপনি স্টুডেন্ট হলে বলতে পারেন – I saw the disease Alzheimer in many movies, and I was astonished that there is no ultimate cure for this. Then I started reading about this. I came to know that few drugs come into effect for Alzheimer’s disease. But, to find out new molecules with fewer side effects is very urgently needed for Alzheimer’s disease. I think if I am accepted for this program I will try my best with integrity and hard work to find out a potential molecule for recovery of the disease.

What is your research background?
আগের কোন রিসার্চ এক্সপেরিয়েন্স থেকে থাকলে শেয়ার করুন। না থাকলে বলুন, Though I had interest, I didn’t have the chance to get into any research about this. In our country, we have verylimited facility to reseach in this field. 

Tell us about your weakness.
এমন উইকনেসের কথা বলবেন, যেটা মোটামুটি মানের কোনো দোষ! এটাকে এমন কোনো স্পিন দেয়া উচিৎ না যে যাতে সেটাকেও শুনতে গুণের মত মনে হয়। যে আপনার ইন্টারভিউ নিচ্ছে, সে এই স্পিন টেকনিক ভালো করে বোঝে। যদি পিঠে ব্যথা থাকে, তাহলে এমন করে বলতে পারেন, “I have back pain, so I need to stretch after sitting for a while.” অথবা এমন কিছু।

Why are you thinking that you have the potential for this position?
ঘুরায়ে ফিরায়ে বলে দিতে হবে, আমি একটা হনু! বলতে পারেন – I can work independently with little guidance and I have patience to work. I can work comfortably in a group. In overall, my research experience in this area makes me competent for this position. 

Will you be able to work independently or in a group? (Communication skill)
আমি অলরাউন্ডার। বলতে পারেন – I have experience in both. So, I think it will not be a problem either way. 

General knowledge
আপনি স্মার্ট কিনা, সেটা জানার জন্য এই টাইপের প্রশ্ন করতে পারে। তেমন জরুরি কিছু না, তবে এখানে প্রভুকে ইমপ্রেস করার সুযোগ আছে। যেমন – Do you know the temperature of our city? উত্তর দিতে হলে try to learn something about the city of the University before facing interview. 

What you will do if you get chance to join in industry with high salary before completing your PhD?
টোপ, গিলবেন না কিন্তু! পিএইচডি-ই এখন আপনার ধ্যান জ্ঞান, মনে থাকে যেন। উত্তর দিতে পারেন এভাবে – I have an inherent tendency to finish what I start. Unfinished and forsaken tasks are spots to me and I don’t want to attach one with my name. But, I am interested in attaching a title “Dr.” in front of my name.   So, my first target is to complete the degree. That’s it. 

Have you contacted with any faculty of this department?
সত্যি কথা বলবেন, যার সাথে ইমেইল চালাচালি করেছেন, যার কাছে ফান্ড আছে বলে গোপন সূত্রে খবর পেয়েছেন, তার কথা বলুন। তিনি নিজেই ইন্টারভিউ  বোর্ডে থাকতে পারেন। তাহলে ওনাকে দেখিয়ে বলুন, I have contacted with Dr. ________ regarding our common research interest.

Do you have any question?
শেষে তারা আপনাকে জিজ্ঞেস করবে, আপনার কোন প্রশ্ন আছে কিনা। ধন্যবাদ জানিয়ে দুটো একটা প্রশ্ন করতে পারেন। একেবারে কোন প্রশ্ন না করলেও সমস্যা। দুই একটা প্রশ্ন মাথায় রাখতে পারেন। এমন কোন প্রশ্ন করবেন না যেটার উত্তর ওদের ওয়েবসাইটে আগে থেকেই দেয়া আছে। এমন প্রশ্ন করলে ওরা বুঝবে যে আপনি আপনার হোমওয়ার্ক ঠিকমত করেন নি।

সাধারণত তারা কোন একাডেমিক প্রশ্ন করেনা, করলেও একদম বেসিক প্রশ্ন করে, ভয়ের কিছু নেই……… সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে, কনফিডেন্স। জ্বি হুজুর আর ঘাড়ত্যাড়া- এই দুই টাইপের মাঝামাঝি টাইপ অ্যাটিটিউড নিয়ে কথা বলতে হবে। ব্যাপারটা informal conversation হিসেবে নেন, কারণ আসলেই ব্যাপারটা তেমন formal নয়।

Be Confident, and rock it!

04. NexTop

মন্তব্য

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।