FAQ – Application Procedure
আমেরিকার ইউনিভার্সিটিতে এপ্লাই করা অন্যান্য দেশের ইউনিভার্সিটির চেয়ে তুলনামূলক সহজ। তবুও কিছু কিছু কমন প্রশ্নের মুখোমুখি হতে হয় মাঝেমধ্যেই। সেসব প্রশ্ন ও উত্তর নিয়ে এই নোট। আশা করি, অনেকের কাজে লাগবে।
নোটটা বেশ লম্বা, আপনাদের সুবিধার জন্য টপিকগুলো সিরিয়ালি শুরুতেই দিয়ে দিচ্ছি…
1. Application Package and Online Application
2. When to apply
3. Required tests
4. Selecting Universities
5. Transcript Related Questions
6. Financial Documents
এপ্লাই করতে কী কী লাগে?
আল্টিমেট চেকলিস্টের জন্য পড়ুন, Ultimate Checklist for applying. এপ্লাই করতে যা যা লাগে, তার সবকিছুর সংক্ষিপ্ত পরিচিতি এবং বিস্তারিত বর্নণার লিংক এটাতে দেয়া আছে।
সব ম্যাটেরিয়ালস কি একটা খামে করে কুরিয়ার করতে পারবো?
আপনার GRE, TOEFL scores ওদের কাছে পৌঁছে যাবে ETS এর মাধ্যমে। Letters of Recommendation, Statement of Purpose – এগুলো Online Application এর মধ্যেই দিতে হয়। বাকি সব আপনি একই খামে ঢুকিয়ে কুরিয়ার করতে পারেন।
Online Application Fee কত হতে পারে?
এটা university to university vary করে। It can be as low as $30, or as much as $100.
কয়টা ভার্সিটিতে এপ্লাই করা যায়?
কোন লিমিট নেই। যতগুলো ইচ্ছা, ততগুলোতে এপ্লাই করতে পারেন।
কয়টাতে এপ্লাই করা উচিৎ?
To be on the safe side, we suggest applying to 5/6 universities
Online application পূরণ করা নিয়ে কোন সমস্যা হলে কাকে প্রশ্ন করবো?
Graduate Program Coordinator কে
Fall নাকি Spring, কোন সেশনে এপ্লাই করবো?
শরৎকালে অর্থাৎ অগাস্ট-সেপ্টেম্বরে যে সেশনটা শুরু হয়, তাকে বলে Fall session. আর Spring session শুরু হয় জানুয়ারি মাসে। Fall সেশনেই এসিস্ট্যান্টশিপ পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। Spring সেশনে যে একেবারেই ফান্ডিং থাকে না, তা নয়; তবে সেটা বেশ বিরল।
Fall সেশনে এপ্লাই করতে হলে কোন মাসের মধ্যে এপ্লাই করা উচিৎ?
একেক বিশ্ববিদ্যালয়ে ডেডলাইন একেক রকম। কোথাও ডিসেম্বরে শেষ হয়ে যায়, কোথাও মে পর্যন্ত চলে। Generalize করতে গেলে বলা চলে ফেব্রুয়ারি-মার্চের মধ্যে সব কাজ খতম করা উত্তম। See the overall routine for Fall here, Best times to do things
আমাকে কী কী পরীক্ষা দিতে হবে?
আপনার সাবজেক্ট নির্ধারণ করবে, আপনাকে কি কি পরীক্ষা দিতে হবে। For a better understanding, have a look in this image, Which Tests I should Take
আমি TOEFL দিয়েছি, আমাকে কি GRE দিতে হবে?
আগের প্রশ্নের উত্তরে দেয়া ছবিটা থেকেই পরিষ্কার হয়ে যাওয়ার কথা। But once and for all, হ্যাঁ, GRE দিলেও আপনাকে IELTS বা TOEFL দিতে হবে। কারণ, GRE হচ্ছে গ্র্যাজুয়েট স্টাডি করার মেধা আপনার আছে কিনা, সেটা দেখার জন্য, আর TOEFL বা IELTS হচ্ছে ইংরেজিতে আপনার দক্ষতা যাচাই করার জন্য। সূতরাং, GRE and TOEFL are complementary to each other, not supplementary. You have to take both to apply in US universities.
কিসের ভিত্তিতে ইউনিভার্সিটি সিলেক্ট করবো?
ইউনিভার্সিটি সিলেকশন খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। এটা নিয়ে বিস্তারিত লেখা আছে এখানে, University Selection Procedure. ওখানে একটা ভিডিওও আছে এটা নিয়ে।
আমার কি Transcript Evaluate করতে হবে?
আপনি যদি Health Science Background এর হন (যেমন- ফার্মেসী, জেনেটিকস ইত্যাদি), তাহলে মোটামুটি ধরে নেয়া যায় যে, হ্যাঁ, করতে হবে। এটা নির্ভর করবে আপনি যেখানে এপ্লাই করতে চাচ্ছেন, ওদের requirement এর ওপর।
কিভাবে evaluation করাবো?
We have a great note on that, check this out, WES Transcript Evaluation
কিভাবে যোগাড় করবো?
ব্যাংকে গিয়ে একটা স্টেটমেন্ট এর জন্য দরখাস্ত করতে হবে ম্যানেজার বরাবর। যার নামে একাউন্ট, তাকে দরখাস্ত করতে হবে। সেটা স্টুডেন্টের নিজের একাউন্ট হতে পারে, বাবা-মা, আংকেল-আন্টি, দাদা-দাদী, যে কোন আত্মীয়র একাউন্ট হতে পারে।
আমি এসিস্ট্যান্টশিপ পেয়েছি, আমাকে কি ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে?
এসিস্ট্যান্টশিপ পেলে অনেক ইউনিভার্সিটি সেটার ডকুমেন্ট (I-20) কেই financial document হিসেবে এক্সেপ্ট করে। আবার অনেক ভার্সিটি ফরম্যালিটির জন্য এটা দেখতে চায়……
কত টাকার ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে?
এটা আপনার ভার্সিটির ওপর নির্ভর করবে। ওদের ওখানে এক বছরের পড়াশোনার জন্য যত খরচ হয়, তত দেখাতে হবে। অধিকাংশ ক্ষেত্রে ১৫ থেকে ১৮ হাজার ডলার (১২ লাখ থেকে ১৪ লাখ টাকা) দেখাতে হয়।
Liquid Money কাকে বলে?
প্রোপার্টি/সম্পত্তি বা বিনিয়োগে লাগানো টাকা, যেগুলো চাইলেই যখন তখন তুলে আনা যাবেনা, ওগুলো বাদে সবগুলোই লিক্যুইড মানি। যেমন – সঞ্চয়ী একাউন্ট, ফিক্সড ডিপোজিট, বন্ড, সবই লিক্যুইড মানি।
Financial document কি notarize করতে হবে?
না, এতো কষ্ট করতে হবেনা। Remember, it is more like a formalityLet us know if you have any questions.
If I give GRE & IELTS,do I need to give TOEFL for USA?
না।
Where are your branches for mentorship?
As in October 2019, we only have one branch, in Chittagong. Please see the location here, http://www.nextopusa.com/campus_contact