SAT নিয়ে প্রায় সবকিছু (All About SAT)
SAT = Scholastic Assessment Test, অধিকাংশ আমেরিকার ইউনিভার্সিটিতে অনার্স প্রোগ্রামে ভর্তি হতে হলে এই পরীক্ষাটা (অথবা ACT) দিতে হয়।
HSC এর পরে ভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিতে যেতে হয়, বোঝেনই তো! এখন আমেরিকাতে গিয়ে হাজার হাজার ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিয়ে আসাটা কিছুটা মুশকিলের ব্যাপার। তাই, এখানে বসেই এই পরীক্ষাটা দিতে পারবেন। এরপর এই স্কোর ওদের কাছে পাঠিয়ে দিলেই ওরা বুঝতে পারবে, আপনার যোগ্যতা কতখানি…… এই নোটে আমরা SAT I (general test) নিয়ে আলোচনা করবো। SAT II (subject test)-ও আছে, অনেকে SAT I এর পাশাপাশি SAT II-ও চায়। তবে সেই গল্প আরেকদিন। আসুন, ঢুকে পড়ি…
TEST STRUCTURE
৩টা সেকশন – Mathematics, Critical Reading, and Writing
1) Mathematics section
ম্যাথ সেকশনে আবার ৩টা সাব-সেকশন আছে – তার মধ্যে ২টা ২৫ মিনিট করে, আর একটা ২০ মিনিট এর। সায়েন্টিফিক ক্যালকুলেটর এর অনুমতি আছে। অতএব, বোঝা যাচ্ছে, মাঝে মাঝে বড় ক্যালকুলেশন করতে হতে পারে।
প্রথম সাব-সেকশন – ২৫ মিনিট দৈর্ঘ্যের একটা সাব-সেকশন শুধু Multiple Choice এ ভরা, ২০টা MCQ type question. টিক মেরে মেরে খেলা শেষ করতে হবে এখানে। মাগার……
শোনেন শোনেন দেশবাসী শোনেন দিয়া মন,
MCQ তে ভুল দাগাইলে নাম্বারের কর্তন
অতএব, ট্রিগার চাপার আগে সাবধান।
দ্বিতীয় সাব-সেকশন – আরেকটা ২৫ মিনিটের সেকশন। এখানে ৮টা MCQ, আর ১০টা GRID-IN টাইপ প্রশ্ন। গ্রিড-ইন আর কিছুই না, অংক নিয়ে সারাজীবন যা করে এসেছি, তাই… প্রশ্ন থাকবে, উত্তর লেখার জায়গা (ঘর বা গ্রিড) থাকবে, ওখানে উত্তর লিখে দিতে হবে। গ্রিড-ইন প্রশ্নে কুনো নেগেটিভ মার্কিং নাইক্কা !!
তৃতীয় সাব-সেকশন – মাত্র ২০ মিনিটের, ১৬টা প্রশ্ন, সবই MCQ
2) Critical Reading section
ম্যাথ এর মতই এখানেও ৩টা সাব-সেকশন – ২টা ২৫ মিনিট, একটা ২০ মিনিট এর। প্রত্যেক সেকশনেই Sentence Completion (শূন্যস্থান পূরণ) আর Reading Comprehension এর প্রশ্ন থাকে।
Sentence Completion – সোজা বাংলায়, শুন্যস্থান পূরণ। একটা গ্যাপ, পাঁচটা অপশন, একটা সঠিক উত্তর সিলেক্ট করতে হবে। মাঝে মাঝে একই লাইনে দুটো গ্যাপ, আর প্রতিটি অপশনের মধ্যে দুটো করে শব্দ থাকে। এখানে ভোকাবুলারির প্রয়োজনীয়তা খুব বেশি।
Reading Comprehension – Passage থাকবে, প্যাসেজ এর সাথে জড়িত প্রশ্ন থাকবে। আপনাকে বুঝে নিতে হবে প্যাসেজের main or supporting idea কি, কোন শব্দ দিয়ে আসলে কী বোঝাচ্ছে (এখানেও ভোকাবুলারির নলেজ লাগে), কোন লাইন দিয়ে লেখক কী বলতে চাইছেন, ইত্যাদি।
3) Writing section
রাইটিং এর অর্থ কেবল রাইটিং নহে, মনু। ঘটনা চার রকম এখানে…
Identification of Sentence Errors – একটা লাইনের পাঁচ জায়গায় আণ্ডারলাইন করা থাকবে। পাঁচ জায়গার কোনটার মধ্যে ভুল (গ্রামাটিক্যাল মিস্টেক) আছে, খুঁজে বাইর করতে হবে শার্লক স্টাইলে।
Sentence Correction – ঘটনা অনেকটা আগেরটার মতই। কিন্তু এখানে আন্ডারলাইন করা থাকবে এক জায়গাতেই। পাঁচ রকম করে ঐ আন্ডারলাইন করা জায়গাটা বলা থাকবে। কোনটা সঠিক, সেটা সিলেক্ট করতে হবে।
Editing in Context – এখানেও ঘটনা খুব একটা ভিন্ন না। এখানে একটা পুরো প্যাসেজ পড়তে হবে, প্যাসেজের মধ্যে থেকে মাঝে মাঝে কিছু লাইন বা শব্দ দেখিয়ে ওরা জানতে চাইবে, “বলেন দেখি, এটা ইউজ না করে কোনটা ইউজ করলে বেশি ভালো হইতো?”… তারপর অপশনও দিবে, আপনি খালি সিলেক্ট করবেন। এখানে sentence structure আর vocabulary এর জ্ঞান থাকা লাগে।
Essay Writing – এতক্ষণে আসছে আসল পুরুষ… থুক্কু… আসল রাইটিং। এবার প্যাসেজ লিখতে হবে একটা বিষয়ের ওপর। কী কী জিনিস আপনার essay এর মধ্যে থাকতে হবে, সেটাও ওরা বলে দেবে। সময় পাবেন ২৫ মিনিট। অতএব, ঝাঁপিয়ে পড়ুন। এটা একদম GRE এর Issue Task এর মত। তাই, Issue Task এর ডিটেইলস পড়েও ফেলুন এখানে, Analytical Writing.
SCORING PATTERN
সব মিলিয়ে ২৪০০ নাম্বারের পরীক্ষা, প্রত্যেক সেকশনে ৮০০ করে। সব মিলিয়ে মোটামুটি স্কোর বলতে 1500-1600 এবং ভালো স্কোর বলতে 1800+ বোঝায়। কোন ভার্সিটির SAT requirement কী রকম, সেটা এই ওয়েবসাইটটা থেকে দেখে নিতে পারেন আপনার পছন্দসই ইউনিভার্সিটির লিংকে ক্লিক করেই, SAT requirement
খরচাপাতি
ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য (মানে, আমাদের জন্য) ৯১ ডলার ফী দিতে হয়।
PRACTICE MATERIAL
১) VocaBuilder – ভোকাবুলারি শেখার জন্য
২) Official SAT study guide – SAT এর ব্যাপারে প্রাথমিক সবকিছু জানার জন্য, প্র্যাকটিস করার জন্য
৩) Barron’s SAT – প্র্যাকটিসের জন্য
Vocabuilder সরাসরি বা অনলাইনে কেনার জন্য এখানে ডিটেইলস দেখুন, Get VocaBuilder. বাকী বইগুলো বাজারে পাবেন, আশা করি। এই ওয়েবসাইটে পাবেন প্রচুর প্র্যাকটিস ম্যাটেরিয়ালস, Major Test Website
PRACTICE TEST
CollegeBoard (guys who make the test) দ্বারা প্রণীত ফুল-লেংথ প্র্যাকটিস টেস্ট দিতে হলে ঢুকে পড়ুন এখানে, SAT Practice Test
OTHERS
একাউন্ট খুলতে হবে College Board Website তে গিয়ে। Credit Card এর মাধ্যমে পেমেন্ট করতে হয়। কিভাবে করতে হয়, দেখুন এখানে – Credit Card Aid. একবার পরীক্ষা দিলে 4 টা ভার্সিটিতে ফ্রি স্কোর পাঠানো যায়।
vaia Ami under graduate program U.S.A te complete korte chai.so kivabe ki ki korte hobe janaben please! I mean university admission system, exam etc.
SAT দিতে হবে, TOEFL দিতে হবে। এরপর আকাংক্ষিত ভার্সিটির undergraduate coordinator এর সাথে কথা বলতে হবে এডমিশনের জন্য।
vaia answer ta ekhn o pelam na!please,ektu janaben?!
Vaiya ami math e onk weak to Sei onujayi SAT chara ki ami shodo TOEFL diye Kono college e admit hotey parbo?
E rokom kichu clg / varsityr naam ki apni amk janate paren?
ভাইয়া উত্তর টা প্লিজ জানান !!! খুব দরকার 😞 !! প্লিজ
You have to take SAT, that’s a mandatory test for pursuing undergrad in USA. In Canada, you might get admitted with TOEFL only.
ভাই,ফুল ফান্ডিং এর সাথে স্টাইপেন্ড এর জন্য কি স্যাট এর স্কোর ছাড়া অন্য কিছু লাগে?অলিম্পিয়াড, সোশ্যাল অর্গানাইজেশন এর সাথে থাকা,এসব?
Full funding is not guaranteed. বিশেষ করে আন্ডারগ্র্যাডদের জন্য ফুল ফান্ডিং নেই বললেই চলে। যা আছে, অত্যন্ত কম।
ইন্টারমিডিয়েট গ্রাজুয়েটের টাইম গ্যাপ কত বছর গ্রহন যোগ্য?কারো ইন্টারের পর 3/4 বছর পর আমেরিকাতে গ্রাজুয়েটএর জন্য যেতে চাই,সেটা কি সম্ভব?
SAT-ll নিয়ে জানতে চাই
I am a student of Humanities gruop but i want to pursue my study in USA, as a student of humanities can i set for this examination?