যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার জন্য যা যা লাগবে (এক নজরে)
আমেরিকাতে পড়তে যাবেন, কি কি লাগবে, তার একটা overall checklist. যখন সবগুলোতে টিক দেয়া হয়ে যাবে, তার মানে আপনার এপ্লাই করার কাজ শেষ……
01) Academic Transcripts (Direct/Evaluated) – অনার্সের ট্রান্সক্রিপ্ট লাগবে। অধিকাংশ ইউনিভার্সিটি মিনিমাম সিজিপিএ হিসেবে ৩.০০ চায়। কিন্তু এর চেয়ে উন্নত গ্রেড থাকা অবশ্যই ভালো। সিজিপিএ ভালো না হলে অন্যদিকে (নিচের গুলোতে) নিজের যোগ্যতা বাড়াতে হবে। এটা ভালো কোন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো ভালো। যারা Health science ব্যাকগ্রাউন্ডের (যেমন, Pharmacy, Genetic Engineering etc.), তাদের অনেকেরই US system এ evaluated trancript লাগে। WES এমন একটি সংস্থা যারা এ ধরনের evaluation এর কাজ করে থাকে। WES নিয়ে বিস্তারিত বলা আছে এই লিংকে, WES Transcript Evaluation
02) Passport – পাসপোর্ট ছাড়া বিদেশে যাওয়া যায় না, এ তো জানা কথা। কিন্তু পাসপোর্ট না থাকলে GRE, TOEFL এই পরীক্ষাগুলোও দেয়া যাবেনা। আবেদন করা এখন আগের চেয়ে অনেক সহজ। GRE, TOEFL preparation নেয়া শুরু করার সাথে সাথেই পাসপোর্টের জন্য আবেদন করে ফেলুন। Online এ পাসপোর্ট আবেদন করতে পারবেন এই লিংক থেকে – Online Passport Application.
03) GRE/GMAT Scores – অনার্সে ভর্তি হতে হলে যেমন এইচ এস সি দিতে হয়, আমেরিকাতে মাস্টার্স বা পিএইচডি করার জন্য তেমনি এই পরীক্ষাটা দিতে হয়। শুধু বাংলাদেশী না, আমেরিকানদেরকেও এটা দিয়েই মাস্টার্স-পিএইচডি তে ঢুকতে হয়। বিজনেস স্কুলে ঢুকতে হলে GMAT, আর অন্য সকল জায়গায় GRE লাগে। আগের সিস্টেমের GRE তে মিনিমাম ১১৫০, নতুন রিভাইজড GRE তে ৩০০ এর ওপরে পাওয়া দরকার। যত বেশি পাওয়া যায়, ততই সুবিধা। GRE নিয়ে বিস্তারিত দেখুন এখানে, All about GRE. GMAT নিয়ে বিস্তারিত এখানে, All about GMAT
04) TOEFL (Test Of English as a Foreign Language) Scores – ইংরেজি ভাষায় নিজের দক্ষতা প্রমাণের জন্য এই পরীক্ষাটা দেয়া লাগে। অধিকাংশ ইউনিভার্সিটি মিনিমাম ৮০ (১২০ এর মধ্যে) চায়। তবে তাদের কাছ থেকে টাকা-পয়সা (ফান্ডিং) আদায় করতে হলে ৯০ এর ওপরে পাওয়া উচিৎ।
আরো কিছু জানতে চাইলে এখানে দেখুন, All about TOEFL. যারা TOEFL এর পরিবর্তে IELTS দিতে চান, তারা দেখুন এখানে, All About IELTS
05) Search universities and Contact with Professors – GRE/GMAT এবং TOEFL/IELTS এর প্রস্তুতির সময় থেকেই ইউনিভার্সিটি খোঁজা উচিৎ এবং ভবিষ্যৎ সুপারভাইজার এর সাথে যোগাযোগ করা উচিৎ। চারটা ইউনিভার্সিটিতে ফ্রি GRE (পরীক্ষার দিনে), TOEFL (পরীক্ষার আগের দিনে) স্কোর পাঠানো যায়। সেই ইউনিভার্সিটিগুলো পরীক্ষার আগেই সিলেক্ট করতে হবে এবং এই সিলেকশনের পেছনে কিছুটা সময় ইনভেস্ট করা উচিৎ।
এই লিংকে ক্লিক করে দেখে নিন University Selection Procedure. সম্ভাব্য প্রফেসরকে প্রথম ইমেইলটা কিভাবে করবেন, জেনে নিন এখান থেকে, Sample email to contact professors
6) Statement of Purpose (SOP) – কিভাবে, কখন, কেন এই বিষয়ে আপনার আগ্রহ গড়ে উঠলো; আপনার এই বিষয়ে পড়ার যোগ্যতা কতটুকু; কেন ঐ ইউনিভার্সিটি আপনার পছন্দ হয়েছে এবং এখানে পড়ার পর আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কী – এসব নিয়ে একটা ২ পৃষ্ঠার মত রচনা লিখতে হয়। এই জিনিসটা খুব-খুব-খুবই জরুরী এবং ২/৩ মাস ধরে লেখা-এডিট করা-রিভাইজ করা প্রয়োজন। অনেক সময় এটার ওপর ফান্ডিং হয়ে যায়। ভুলেও কোনদিন নকল করবেন না।
Step by Step গাইডলাইন দেখুন এখানে, All About SOP. আরেকটা স্যাম্পল দেখুন এখানে, Sample SOP
07) Recommendation Letter (LOR) – আপনার স্যার বা রিসার্চ সুপারভাইজার আপনার একটু গুণগান করে দেবে, এই আর কী! এখানে আছে একটা দারুণ উদাহরণ, 4 LOR Samples
08) Résumé – সোজা ভাষায়, বায়োডাটা, আজকাল বিয়ে করতে হইলেও এটা লাগে। আর আমেরিকায় পড়তে যাবেন, এটা ছাড়া? তা কী হয়! সুন্দর করে সাজাবেন। এখানে ফরম্যাট (not sample) দেখুন, Résumé Format
এখানে নিজের ইনফর্মেশন দিয়ে দেন, তাইলেই আপনার Résumé রেডি……
09) Research Proposal – অধিকাংশ সময়েই লাগে না এই জিনিসটা। আপনার রিসার্চের প্রতিপাদ্য বিষয় এবং কি পদ্ধতিতে সেটা carry out করবেন, সেটা নিয়ে একটা রচনা। SOP এর মধ্যেই এর কিছু কিছু জিনিস চলে আসে।
10) Financial Document – জাস্ট একটা ফরম্যালিটি। ঐ বিশ্ববিদ্যালয়ের এক বছরের খরচ চালানোর সামর্থ্য আপনার (অথবা আপনার বাবা-মা’র অথবা নিকট-আত্মীয় এমনকি পারিবারিক বন্ধুর ব্যাংক একাউন্টে) আছে কিনা, সেটার একটা ডকুমেন্ট। অনেক ভার্সিটি আছে, যাদেরকে এটা পাঠাতে হয় admission decision এর পরে। Admission decision এর পর ওদের কাছ থেকে এসিস্ট্যান্টশিপের দলিল পেয়ে গেলে এটাও লাগে না।
11) Medical Certificate – আপনার শরীরে (অথবা মনে !!) ভয়াবহ কোন রোগ যে নেই, ভবিষ্যতে না হওয়ার জন্য টীকা দেয়া হয়েছে কিনা, সেটার দলিল। অনেক ক্ষেত্রেই এপ্লাই করার সময় এটা লাগে না, ওরা এডমিশন দিলে তারপর লাগে।
12) Phone Interview – অনেক সময় এপ্লিকেশনের অংশ হিসেবে ওরা আপনার সাথে কথা বলতে চাইতে পারে। কী জাতীয় প্রশ্ন করতে পারে, আর কী উত্তর দিতে পারেন, দেখুন দারুণ মজার এই নোটটাতে, Phone Interview
13) Online Application – ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে ওদের পোর্টালেই একটা অনলাইন এপ্লিকেশন পূরণ করতে হয়। আপনার পূর্ববর্তী পড়াশোনার ইতিহাস, বর্তমান-স্থায়ী ঠিকানা, এগুলি এখানে দিতে হয়। আপনার SOP, রিকমেন্ডেশন লেটার (LOR) কোন কোন স্যারদের কাছ থেকে নেবেন, সেই স্যারদের কনট্যাক্ট ইনফর্মেশনও অনেক সময় এই অনলাইন একাউন্টেই দিতে হয়। এই একাউন্টেই CV আপলোড করতে হয় সাধারণত।
দুনিয়ার ইনফর্মেশন দিতে হয়। যেমন, শেষ পহেলা বৈশাখের দুপুরে কি দিয়ে ভাত খেয়েছিলেন, হি হি, just kidding. কিন্তু হ্যাঁ, ৬/৭ পৃষ্ঠা থাকে। তবে জিনিসটা খুবই সোজা এবং সব মিলিয়ে ৩০ মিনিটের বেশি লাগে না। All in all, take good care, but don’t worry. It’s easy !! খুব সহজে এই সংক্রান্ত সকল ডিটেইলস দেখুন এখানে, All about Online Application
শেষ…… এবার ওদের সিদ্ধান্তের অপেক্ষা। এডমিশনের সিদ্ধান্ত দেয়ার পর কি হবে, তা এইখানে, The Ultimate Check-list of Student Visa Processing for USA
Thank you give me a good information
very helpful ………thank u very much.
সিজিপিএ ৩.০০ এর কম হলে কি আশা ছেড়ে দেয়া উচিত; নাকি কোনো আশা আছে? সেক্ষেত্রে আসলে টেস্ট স্কোর কোনো ভূমিকা রাখে কিনা? টেস্টে কত ভাল করা প্রয়জন হয়?
তিন এর কম হলে অনেক জায়গাতেই এপ্লাই করতে পারবেন না। কেউ কেউ হয়তো ছাড় দিতে পারে, অনেকেই দেবে না। কোনো কোনো ক্ষেত্রে খুব ভালো স্কোর থাকলে একটা চান্স নেয়া যায়। আমার মতে, আপনি আগে ভার্সিটিগুলোতে যোগাযোগ করুন।
আমি মাস্টার্স দেশে করেছি। এখন কি আবার মাস্টার্সের জন্য এপ্লে করা যাবে? আমার এই ১/১.৫ বছরের গেপ কি কোন প্রবলেম হবে?
না, কোনো প্রবলেম হবে না।
আমি ক্লাস ১২ এ পরছি।। Under graduate program U.S.A তে পড়ার Procedure কোথায় পাব???
follow the website process. Instead of GRE, you will need SAT, here – http://www.nextopusa.com/all_about_sat
ভাইয়া, এই নোটে প্রথমে ভর্তির রিকোয়ারমেন্ট হিসেবে Resume এর কথা বলা আছে। কিন্তু পরে অনলাইন এপ্লিকেশন এর বর্ণনায় “এই একাউন্টেই CV আপলোড করতে হয় সাধারণত” এটা বলা আছে। আমার প্রশ্ন হচ্ছে আবেদন করার জন্যে CV আর Resume দুইটাই কি লাগবে? নাকি শুধু Resume হইলেই হবে?
দুটো লাগে না, একাডেমিক রেজিউমে হলেই চলে। এই ওয়েবসাইটেই একটা ফরম্যাট দেয়া আছে।
vaia ei site e undergraduate program er jonno beshi kichu deoa hoyni.sudhu SAT somporke bola hoyeche bola hoyeche,university application procedure and onnanno sob kichur details kothay pabo?!please its an emergency vai!
ভাইয়া, অনার্স লেভেলে বেশির ভাগ ইউনিভার্সিটিতেই রিসার্চ/থিসিস এর সুযোগ থাকে না। US এ মাস্টার্স এ admission এর জন্য publication এর কি কোন ভূমিকা আছে? কতটুকু? আমার কোন research experience নাই। কিন্তু আমি যেসব রিসার্চ সেক্টরে interested সেগুলোর জন্য যদি অ্যাপ্লাই করি সেটা effective হওয়ার chance কেমন?
অনার্স লেভেলে এমনিতেই কারো তেমন রিসার্চ এক্সপেরিয়েন্স থাকে না। এটা কোনো ব্যাপার না।
Hepatitis B positive thakle ki USA te admission or visa paoa jai na? Jodi profile valo hoy tao ki kono consider kore na??
please ans korben!!!
এটা ঐ ভার্সিটিতে জিজ্ঞেস করলেই জানতে পারবেন। সমস্যা হবার কথা না।
ভাইয়া, আমি তিন বছর-মেয়াদী B.Sc (pass) কোর্স/, ডিগ্রী পরীক্ষায় 2nd class (50% marks) পেয়েছি। পরবর্তীতে পদার্থবিজ্ঞানে মাষ্টার্সে CGPA-3.5 অর্জন করি। আমার এই ফলাফলে কি স্কলারশিপ পাওয়া সম্ভব? যদি আমি GRE-তে ভাল স্কোর করি তবুও আমার তিন বছর-মেয়াদী ডিগ্রী কোর্স ও তার বাজে ফলাফল কি স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে ??
You have a masters. You should be fine. আপনাকে অনার্সের রেজাল্ট WES দ্বারা সিজিপিএ-তে কনভার্ট করে নিতে হবে, যা মনে হয়। WES এর ডিটেইলসের জন্য এখানে দেখুন, nextopusa.com/wes_transcript_evaluation
Thanks for describing details regarding on higher study in USA .
ভাই,আমি ssc,hsc কমার্সে পরেছি।অনার্স, মাস্টার্স ইংরেজীতে।আমি কি usa তে কোন ফান্ডিং পেতে পাড়ি।আর পেতে হলে আমার করনীয় কি।
Required checklist is right there. You can try for teaching assistantships in English departments.
Hvs positive thakle ki kono prb hoe bro?
Ssc Name : Al Mamon Sarker But Hsc, honours & Masters Name : Al mamun Sarker.জানতে চাচ্ছি নামের বানানে ভূল থাকলে কি করতে হবে?
Go to the education board and fix them. You will need an affidavit for your name change.
On behalf of my younger brother:
IELTS:6.0 (L-5.5, R-6, W-5.5 & S-6)
S.S.C:5.0
H.S.C:4.42
#1: He passed his H.S.C exam on 2017. Now he wants to apply usa university for winter 2020. Now the question is that will he get i20 though he has 2 tear gap after H.S.C
#2: He was President at National children task force (NCTF) at munshiganj. Now, he is advisor this Organization. Moreover he has a certificate for his best voluntary. So, would he get any scholarship with this ECA as he has no SAT.
#3: is there anyone who can help him to find out some university. Like tuition fee & living cost under 20000 per year.
It is very difficult to manage everything under 20,000 a year in US undergrad program. Year gap is not a problem. But without SAT, he will not even be considered for admission, let alone scholarship.
Nur Amin Sk
আমি অনার্স ৩য় বর্ষে পড়ি।।অ্যাকাউনটিং এ।।।
আমি আমেরিকায় মাস্টার্স করতে চাই।।
এ জন্য আমার-
১.একাডেমিক রেজাল্ট কি লাগবে?
২.টাকা কেমন লাগতে পারে?
৩.আমি কি বি,বি,এ বাদে আইটি সাবজেক্ট এ মাস্টার্স করতে পারব?
If I get full funding scholarship in ms level in the USA then is it mandatory to show bank balance?
Answer please.
Vaiya Ami bsc nursing porsi .Ami USA te nursing thake MSc Korte chaysi kinto right guied line passi na kibabe ki korbo . Aykhane Ami je procedure gula niya alochona korsen saygula ki nursing student ar Jonno same procedure?? Please vaiya reply korle onk upokar hoito.
কেউ যদি স্টুডেন্ট লোন নিয়ে যুক্তরাষ্ট্রে পড়াশুনা করতে চায় তাহলে ভিসা আবেদনের সময় কি ব্যাংক স্ট্যাটমেন্ট দেখাতে হয়। তাছাড়া স্টুডেন্ট লোন নিয়ে ভিসা আবেদন করলে ভিসা পাওয়ার সম্ভাবনা কেমন? অনেকেই বলেছে ভিসা রিজেক্ট করে দেয় নাকি।
Reject করে না, যদি বাকি সব ডকুমেন্ট ঠিক থাকে। স্টুডেন্ট লোন নেয়ার পরেও ব্যাংক স্টেটমেন্ট সাথে রাখা ভালো। লোন ডকুমেন্ট থাকলে ব্যাংকে খরচের সমপরিমাণ টাকা না থাকলেও কোনো সমস্যা হবে না।
Assalamu alaikum. I have a problem regarding my father’s & mother’s name. My father’s name & my mother’s name is different in my certificates with their NIDs. Now should I change my NID, birth certificate, all my certificates, including my marksheets of Dhaka university?
It would be a great help if anyone suggests me how to change the name of parents of marksheets & all transcripts in Dhaka university.
It’s a great problem to deal with the register building. If you know any person or room number or the process it would be a help.
& should I change it now (I am now in 4th year) or after completing my hons?
Or shouldn’t I change it at all?
It’s not a big deal if the names are similar (if not completely different).
ভাইয়া, আমার একটা প্রশ্ন ছিল।
সবচেয়ে ভালো হয়, আমাদের ফেসবুক গ্রুপে প্রশ্ন করলে। গ্রুপের লিংক – http://www.facebook.com/groups/nextop.usa
Vai ami matro ssc ses korsi ami ki collage ee porar jonno usa jaite parbo
হ্যাঁ, পারবেন।
হ্যালো,
ভাই আমি ২০১৮ সালের শেষে গ্রেজুয়েশন কমপ্লিট করেছি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে। সরকারি চাকুরীর করতে চেয়েছিলাম তাই প্রিপারেশন নিয়েছিলাম। কিন্তু করোনার সময় কোন পরীক্ষা হয় নাই তাই প্রিপারেশনে আর মনোযোগ ধরে রাখতে পারি নাই আর কোন চাকুরীও করি নাই।তাই এখন অনেক দিনের স্টাডি গ্যাপ হয়ে গেছে। এখন আমি জিআরই দিতে চাচ্ছিলাম আর ফল সেমিস্টারের জন্য এপ্লাই করতে চাচ্ছিলাম। এখন আমি আপনার কাছে জানতে চাচ্ছিলাম ফল সেমিস্টারের জন্য এপ্লাই করতে হলে আমাকে কি মাসের মধ্য জি আর ই এবং আইলটিএস পরীক্ষা শেষ করতে হবে আর আমার ফান্ড পাওয়ার সম্ভনা আছে কি না
ধন্যবাদ
Please see this, https://nextopusa.com/timeline_of_success/
And make your own calendar for 2023.