TOEFL Test Taking Tactics (TTTT)
টোফেলের এক্সাম সেন্টারে আপনার কী কী করণীয়, এই নোটে মেইনলি সেটা নিয়ে আলোচনা করা হয়েছে। প্রত্যেকটা সেকশনের জন্য আপনার এপ্রোচ কেমন হবে, সেটা এই নোট দেখে ঠিক করে নিতে পারেন।
Reading-
1. প্রথমে রিডিং প্যাসেজ আসবে, কোন প্রশ্ন দেখাবেনা। তাই আপনাকে CONTINUE অথবা NEXT চাপতে হবে। প্রথমবার চাপার পর ওরা আপনাকে বলবে, হেই, তুমি তো পুরো প্যাসেজ পড়ো নাই ! আপনি মনে মনে বলবেন, তো কি হইসে, বলে আবার চাপবেন। তারপর দেখবেন, ডানদিকে প্রশ্ন দেখাচ্ছে, আর বামদিকে প্যাসেজটা। অনেক স্টুডেন্ট এই স্টেপটাতে টাইম লস করে।
2. টাইম সবচেয়ে গুরুত্বপূর্ণ এলেমেন্ট রিডিং সেকশনে। খুব দ্রুত scrutinize করুন। আমরা সাজেস্ট করি, আগে একটা বা দুটো প্রশ্ন পড়ে তারপর প্যাসেজ রিডিং স্টার্ট করতে। এতে অনেক সময় বাঁচে।
Listening-
1. IELTS-এ প্রশ্ন আগেই দেয়া থাকে, লেকচার বা কনভার্সেশন শুনতে শুনতে উত্তর টুকে নিতে হয়। টোফেলে লেকচার বা কনভার্সেশন শেষ হবার পর প্রশ্ন আসবে, তাই নোট নেয়া জরুরি। সেটার জন্য All About TOEFL নোটের Listening section এর Note Taking Strategy গুলো ফলো করুন।
2. Take notes in a systematic way. Like, when it is a conversation between two people, make two columns. Write important information (time, date, costs, adavantages and disadvantages etc.) mentioned by each one in each column. OR, if one speaker speaks about two or more things, make separate columns for them all.
3. কিছু কিছু লেকচার stepwise categorize করা থাকে। সেক্ষেত্রে, আগে রাফ পেপারে নোট নিন, সেগুলোকে তীর চিহ্ন অথবা লাইন দিয়ে কানেক্ট করুন।
Break
Go to the toilet. That’s mandatory !!!!
Speaking-
1. কখনো এমনো হতে পারে যে আপনার লিসেনিং সেকশন এখনো শেষ হয়নি, আপনার পাশের জনের স্পিকিং শুরু হয়ে গেছে। It is a nuisance when you have to listen carefully, but someone beside you is crying out loud in their headphone. আপনি যদি লিসেনিং-এ না থেকে স্পিকিং-এও থাকেন, তখনো এটা প্রযোজ্য। কারণ, স্পিকিং-এর মধ্যেও লিসেনিং আছে। তো, যে কোন উপায়ে পাশের জনকে ইগনোর করতে হবে। এটার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকুন।
2. Independent task-এ ওদের দেয়া একটা টপিক নিয়ে ৪৫ সেকেন্ড বলতে হবে, প্রিপারেশনের জন্য সময় পাবেন ১৫ সেকেন্ড। চেষ্টা করুন অন্তত ৩৫ সেকেন্ড ধরে বলার।
3. Integrated tasks-এ preparation time 20 seconds, speaking time 60 seconds. অন্তত ৪৫ সেকেন্ড ধরে বলার চেষ্টা করুন।
4. For the 4 integrated tasks, you are to listen conversations or speech. Remember the note-taking-strategy mentioned in the Listening section. It is most likely that you will be asked to speak one’s view/recommendation between two characters from the conversation.
Writing-
1. In the independent task, support or refute the claim made in the topic with hard ground. আপনি যদি কোন উদাহরণ দেন, খেয়াল রাখবেন সেটা যাতে কোন ব্যাতিক্রমী উদাহরণ না হয়। যেমন, মানুষ নোবেল প্রাইজ পায়। কথা সত্য, কিন্তু সব মানুষ তো পায় না।
2. Integrated task এর জন্য নোট নিতে হবে, All About TOEFL নোটের Writing Section এ আরো কিছু note taking strategy দেয়া আছে। চেষ্টা করুন, যত বেশি সম্ভব, তত বেশি নোট নিতে। নইলে লিখতে গেলে হাউপাদানে (উপাদানের অভাবে) ভুগতে হতে পারে।