ডেফিসিটসহ F1 & F2 ভিসা ইন্টার্ভিউঃ কীভাবে প্রস্তুতি নেবেন?
আমার I-20-তে ছিল ৯০০০ ডলার। তার উপর স্পাউসের জন্য দেখাতে হয়েছিলো আরও ৬০০০ ডলার। মোট ১৫০০০ ডলারের ডেফিসিট নিয়ে আমি আর হাজবেন্ড ভিসা ইন্টার্ভিউয়ের লাইনে দাঁড়িয়েছিলাম। সাক্ষাৎকারের সম্ভাব্য প্রশ্ন কী হতে পারে এবং সেগুলোর উত্তর কী দেওয়া উচিৎ ভাবতে ভাবতে আমি গত এক মাস পার করেছি। পুরো গ্রুপ খুঁজে ‘F1 & F2 Visa interview’, ‘Visa interview with deficit’ সংক্রান্ত পোস্ট বের করে সেগুলো থেকে প্রশ্ন নিয়ে একটা ডক বানিয়েছি। ইন্টারনেট ঘেঁটে ভিসা ইন্টার্ভিউয়ে কী ধরনের প্রশ্ন আসতে পারে, সেগুলো নিয়ে পড়াশোনা করেছি। তারপর আমার উপযুক্ত উত্তর বসিয়ে প্র্যাকটিস করেছি।
শুনলে হাসি আসতে পারে, কিন্তু প্রায়ই আমি হাজবেন্ডের কাছে ভিসা ইন্টার্ভিউ দিতাম। প্রথম প্রথম আমার কনফিডেন্স লেভেল জিরো ছিল। কিন্তু ক্রমাগত প্র্যাকটিস করতে করতে একসময় নিজেই টের পেলাম, আমি প্রস্তুত! এখন আমার লিস্টের বাইরে থেকে প্রশ্ন আসলেও আমি চটপট উত্তর দিতে পারবো। মজার ব্যাপার হল, প্র্যাকটিস করা প্রশ্ন থেকে সবগুলো প্রশ্নই কমন পড়েছিলো ইন্টার্ভিউয়ে। আমি প্রশ্নগুলো একটা ফাইলে লিপিবদ্ধ করে এই পোস্টে এটাচ করে দিলাম। আশা করি অনেকের কাজে লাগবে।
মনে রাখতে হবে, পারশিয়াল ফান্ড বা ডেফিসিটওয়ালাদের ভিসা পাওয়ার ব্যাপারে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল ফাইনান্সিয়াল সাপোর্ট কেমন দেখাচ্ছেন, সেটা। সাপোর্টের উৎস শক্তিশালী হওয়া দরকার। মানে সাপোর্ট যদি আপনার নিজস্ব টাকা না হয়ে অন্য কারও হয়, তাহলে যিনি আপনাকে সাপোর্ট দিচ্ছেন, উনি যে সত্যিকার অর্থেই আপনাকে সাপোর্ট দিতে প্রস্তুত (আর্থিকভাবে এবং সম্পর্কের দিক দিয়ে), সেটাও ভিসা অফিসার যাচাই করবেন। মা, বাবা, শ্বশুর, শাশুড়ি হলে বিশ্বাসযোগ্য ধরা যায়। কিন্তু আন্টি, আংকেল, বড় ভাই, বড় বোন হলে দৃঢ় সম্পর্ক দেখাতে হবে। মানে উনারা উনাদের নিজেদের খরচের পর কেন আপনার পিছে টাকা ব্যয় করতে রাজি হচ্ছেন, এটা আপনাকে শক্ত যুক্তি দিয়ে বুঝাতে হবে।
আবার স্পন্সরের মাসিক বেতন (চাকুরীজীবী হলে), মাসিক আয় (ব্যবসায়ী হলে) যদি ভিসা অফিসারের কাছে অগ্রহণযোগ্য মনে হয়, তাহলেও সমস্যা। যেমন, স্পন্সরের মাসিক আয় ৮০০০০ টাকা হলে বছরে তিনি আয় করেন ৮৪০০০০ টাকা। পরিবারের পেছনে মাসিক ৪০০০০ টাকা খরচ করার পর তার হাতে থাকতে পারে বছরে ৩৬০০০০ টাকা। আপনার ডেফিসিট যদি ৪০০০ ডলার (৩৪০০০০ টাকা) হয়, তবে ৮০০০০ টাকা আয় করা একজন আপনার একমাত্র স্পন্সর হতে পারবে না। এক্ষেত্রে একের অধিক স্পন্সর দেখাতে হবে।
জেশ্চার এবং অন্যান্য পয়েন্ট নিয়ে কিছু কথা
১) আই কন্টাক্ট বা চোখের উপর চোখ রেখে কথা বলা ভিসা ইন্টার্ভিউয়ের জন্য খুব জরুরি। আপনি ভিসা অফিসারের চোখে চোখ রেখে কথা না বলে আকাশে বাতাসে তাকিয়ে যতই ধমাধম জবাব দেন না কেন, দিন শেষে অফিসার আপনাকে আত্মবিশ্বাসহীন হিসেবেই চিহ্নিত করবে। যে ব্যক্তি কনফিডেন্ট, সে চোখে চোখ রেখে কথা বলতে ভয় পাবে না। নিজেই চিন্তা করে দেখুন, যদি আপনাকে চাকরির জন্য যোগ্য কাউকে বেছে নিতে বলা হত তবে আপনি কাকে বাছতেন? যে আপনার চোখে চোখ রেখে হাসি মুখে উত্তর দিয়েছে তাকে, নাকি যে মাটির দিকে তাকিয়ে জবাব দিয়েছে বা ডানে বামে তাকাতে তাকাতে কথা বলেছে তাকে?
.
২) চোখে চোখ রেখে কথা বলাটাই শুধু নয়, হাসিমুখে কথা বলাটাও জরুরি। বিনয়ের অবতার সাজতে বলছি না, কিন্তু ছোট একটা হাসি ঠোঁটে ঝুলিয়ে রেখে ভিসা অফিসারকে মোকাবেলা করুন, নিজের কাছেও ভালো লাগবে। তবে বড় হাসি দেবেন না, ছোট্ট এক টুকরো হাসি দেবেন যা আপনার আত্মবিশ্বাস প্রকাশ করবে। আপনার সুন্দর হাসির উত্তর যে ভিসা অফিসার হাসি দিয়েই দেবেন, এমন কোনো গ্যারান্টি নেই। তাই উনি যদি না হাসেন, তাহলে অফেন্ডেড অনুভব করার কিছু নেই। আপনি আপনার হাসি ধরে রাখবেন।
.
৩) যখন সিটে বসে ডাক পাওয়ার জন্য অপেক্ষা করছেন, তখন হাত/পা নাচাবেন না। আবার ইন্টার্ভিউ দেওয়ার সময়ও নার্ভাস হয়ে হাতের আঙ্গুল/পা নাচাবেন না। এসব আপনার নার্ভাসনেসকে অন্যদের সামনে প্রকাশ করে দেবে। হ্যাঁ, ভিসা অফিসার জানেন যে আপনি সেদিন নার্ভাস থাকবেন। খুব স্বাভাবিক। কিন্তু নার্ভাস থাকলেও সেটা বাইরে প্রকাশ করা যাবে না। মার্ক জাকারবারগের সিনেট ইন্টার্ভিউ দেখেছিলেন? উনি প্রচণ্ড নার্ভাস থাকলেও সেটা টের পেতে দিয়েছিলেন কি? নাহ, বরং দৃঢ় চেহারা নিয়ে বসে ছিলেন আর স্মার্টলি উত্তর দিচ্ছিলেন।
.
৪) অপেক্ষারত অবস্থায় আশেপাশের মানুষের সাথে খোশ গল্প জুড়ে দেবেন না যেন। আমরা যখন অপেক্ষা করছিলাম, আমাদের ঠিক পেছনে বসা দুজন আবেদনকারী এত কথা বলছিলেন যে, খুব বিরক্ত লাগছিল। অন্যদের প্রতি সম্মান দেখানো ছাড়াও নির্দিষ্ট পরিবেশের গাম্ভীর্যতা বজায় রাখা জরুরি।
.
৫) স্বচ্ছ ব্যাগে সব কাগজপত্র এমনভাবে রাখবেন যেন বের করে দিতে বেশি সময় না লাগে। কোনটার পিছে কোনটা রেখেছেন, সেটা মাথায় ঢুকিয়ে ফেলুন। আমি সিরিয়াল ওয়াইজ সাজিয়েছিলাম। যেমন, প্রথমে রেখেছিলাম পাসপোর্টের ভেতরে আই-২০, এরপর ব্যাংক ডকুমেন্ট, এরপর ম্যারিজ সার্টিফিকেট, এরপর বিয়ের ছবি, এরপর আমার একাডেমিক সার্টিফিকেট ইত্যাদি। হলুদ দাগের পেছনে দাঁড়িয়ে যখন অপেক্ষা করবেন, তখন পাসপোর্ট আর আই-২০ বের করে হাতে রাখুন। এ দুটোই সবার প্রথমে চাইবেন ভিসা অফিসার।
.
৬) কনফিডেন্সের প্রয়োজনীয়তা নিয়ে অনেকে অনেকবার বলেছেন। এটা না থাকলে ভিসা অফিসারের প্রশ্নের উত্তরে খাবি খেতে হয়। আর কনফিডেন্সের অভাব সবচেয়ে বেশি বোধ করে পারশিয়াল ফান্ড বা ডেফিসিটওয়ালারা। কিন্তু তাদেরকেই সবচেয়ে বেশি কনফিডেন্ট থাকতে হবে। আপনার টাকা পয়সার উৎস, স্পন্সর, বেতন, ব্যাংক ব্যালেন্স, এফডিআর ইত্যাদি সম্পর্কে ঝরঝরে জ্ঞান থাকতে হবে।
.
৭) ফর্মাল জামাকাপড় সবচেয়ে নিরাপদ মনে হয়েছে। তবে সালোয়ার কামিজ কিংবা ফর্মাল শার্ট, প্যান্ট না পরলে যে ভিসা পাবেন না, এমনটা নয়। একজন মেয়েকে দেখেছি পাংকু স্টাইলের জিন্স, শার্ট পরে দিব্যি স্টুডেন্ট ভিসা বাগিয়ে নিয়েছেন। কারণ তার জবাবগুলো ছিল চটপট, যৌক্তিক আর ঝরঝরে ইংরেজিতে।
.
নোট
আপনি একদিনে উপরের জেশ্চারগুলোতে মায়েস্ত্রো হয়ে যেতে পারবেন না। তাই ইন্টার্ভিউয়ের অন্তত দুই তিনমাস আগে থেকে প্র্যাকটিস শুরু করুন। নিজের প্রতিদিনকার জীবনে জেশ্চারগুলোর প্রয়োগ ঘটান। আমরা অজান্তেই হাত পা নাচাতে থাকি। টের পাওয়ার সাথে সাথে বন্ধ করে দিন। একদিন দেখবেন, নার্ভাস হলেও হাত পা নাচানোর অভ্যাস আর নেই!
চেষ্টা করুন নার্ভাস হলেও আপনার চেহারা দেখে যেন কেউ সেটা টের না পায়, এমন ভাব রপ্ত করার।
চেষ্টা করুন সবসময় রামগরুড়ের ছানার মত গম্ভীর হয়ে না থেকে মুখ হাসি হাসি রাখার।
QUESTIONS FOR F-1
Me: Hello, good morning!
VO: Hi, give me your I-20 and passport.
VO: So, where are you going?
VO: So, you are going to X University for Masters/PhD?
VO: Why X University? / Why did you choose this university?
VO: Which program you are going for?
VO: Why this program?
VO: what is the major and focus?
VO: tell me, what is (your subject)?
VO: Why do you want to study (your subject)?
VO: how will it help you in your career?
VO: Why are you pursuing your MS in the United States? / Why do you want to go to US rather than other countries?/Why did you choose the United States as the destination for your studies?
VO: Have you previously made a trip to the United States?
VO: Did you apply to any other country apart from USA?
VO: Name some of the researchers with whom you will work…
VO: From where have you been completed your bachelor degree?
VO: Can I see a proof of your educational degrees?
VO: Why second MS in the same subject? [If you are going to pursue 2nd MS, you have to show a legitimate reason]
VO: Can you please elaborate again, why same subject MS?
VO: Sorry again. Why you want to spend this amount of money (indicating my I-20 money) in the same subject MS?
VO: how do your previous MS and upcoming MS differ?
VO: What type of new courses you will learn in the upcoming MS program?
VO: How many universities did you apply to?
VO: What are the names?
VO: From how many universities did you get the acceptance letter?
VO: All admittance is for MS? [If your answer is „NO‟, next question may come]
VO: So why you are not going for a PhD?
VO: do you have any plan to do a PhD after completing the MS?
VO: Will you go for a job in (your subject related field) in USA?
VO: What is your undergraduate GPA/ Percentage?
VO: What was your specialization in undergraduation?
VO: what is your high school?
VO: Have you written any exams like GRE/TOEFL/GMAT? If yes, please provide the score along with the detailed report.
VO: Some amount you have to pay/ you have deficiency in the fund. Who is going to pay for it? (If you say that you will pay, next question will definitely arise)
VO: what do you do?
VO: how much you earn each month? / Your monthly salary?
VO: How much do you earn yearly?
VO: How did you save this amount?
VO: How long are you employed?
VO: are you going on a study leave?
VO: why do you want to quit this job whereas you are getting a good salary?
VO: Can I see your solvency / bank documents?
VO: did you visit outside BD?
VO: Are you planning to do some part-time job there to support yourself financially?
VO: what is the duration of your program?
VO: How long do you wish to stay in the US after completing your studies?
VO: won‟t you apply for OPT?
VO: Why don’t you want to work in the US?
VO: What are your plans after coming back to your home country?
VO: What are your plans for the long run?
VO: who is going with you?
VO: Why do you wish to take your husband/wife with you?
VO: Where did you two meet?
VO: was it an arrange marriage?
VO: how long do you know each other?
VO: is it a mixed marriage? Is it allowed in your religion? [Applicable only if you had mixed marriage]
VO: were both families agreed?
VO: Can I see your Nikah Nama / Marriage certificate?
VO: Can I see your wedding photos?
VO: who is going to fund your spouse?
VO: what does your mother/father/uncle/aunt/brother/sister do? [Whoever is your sponsor]
VO: How much does she/he earn?
VO: Did your parents go outside Bangladesh?
VO: do you have any siblings?
VO: From where did they graduate?
VO: how will you bear the expense of 2nd year?
VO: In your I-20, expenses and source of fund mentioned only for 9 months. What is the source of fund for the rest of the year?
VO: What do you know about the city in which your college is located?
VO: Why should you be given a student visa?
VO: How will you manage the cultural and educational differences in the US?
VO: Do you have any other relatives in USA? Which state are they in?
VO: Do they have green card?
QUESTIONS FOR F-2
General questions:
Q. What is your name?
Q. What Visa are you applying for?
Q. What is the name of your spouse?
Q. What will your spouse do in USA?
Q. When are you planning to go to USA? Have you made any specific travel arrangements?
Marriage related questions:
Q. When did you get married?
Q. Was it arranged marriage?
Q. How and when did you both meet?
Q. Did you know your spouse before marriage?
Q. How long have you known her?
Q. How long have you been married?
Q. Do you have your marriage album/photos?
Q. Can I see your marriage certificate?
Q. Have you brought the invitation cards with you?
Your spouse’s study/work/finance related questions:
Q. What‟s your spouse majoring in? What‟s her/his research area? What‟s the topic of her/his research?
Q. When is your spouse planning to finish her/his studies?
Q. What would your spouse do after finishing her/his studies?
Q. Where did your spouse work in Bangladesh?
Q. Why did your spouse leave her/his job?
Q. (if you say, your spouse wants to come back to Bangladesh) Why doesn’t your spouse want to work in USA? Would she/he not work there? She/he can continue her research / work there; why does she/he want to come back to Bangladesh?
Q. What did your spouse study in Bangladesh? Where (which college/university) did your spouse do her/his undergraduation/graduation in Bangladesh?
Q. How would you fund yourself there? Who would bear your expenses there? Is your wife/husband going to bear your expenses there?
Q. Do you have financial documents? Have you brought your spouse‟s bank statements or any other supporting documents?
Your study and work related questions:
Q. What are you studying? Have you finished your studies?
Q. Do you plan on studying in USA? If you answer “NO” then the visa office may ask: Why not?
Q. Do you want to work there?
Q. Did you work in Bangladesh?
Q. Why not? You have good education and can get good job there in USA; why do you not want to work?
Q. How would you spend your time there?
Your parents/in-laws/siblings/relatives related questions:
Q. What do your parents-in-law do in Bangladesh?
Q: if your parents-in-law are in service, what kind of service?
Q. What do your parents do?
Q: If your father is retiring soon, the visa office may ask that who would take care of your family if you are the only son/daughter who will go to USA?
Q. Does your spouse have any siblings in USA? what do they do? Where do they live/ work in USA?
Q: Do they have Green Card? What kind of Visa do they have? if married, what do their spouses do?
Q: Do they want to come to Bangladesh?
Q. Do you have any of your relative in US?
Q. Do you have any brothers/sisters? What do they do? Are they planning to go to US too?
VO: why you want to be with your wife/husband by sacrificing your career?
VO: how you will pass your time?
VO: will you study there?
VO: what are you doing now?
আমাদের ভিসা ইন্টার্ভিউয়ের অভিজ্ঞতা শেয়ার করেছিলাম এখানেঃ http://nextopusa.com/f1-and-f2-visa-experience/