জিআরই নিয়ে প্রায় সবকিছু (All About GRE)
GRE = Graduate Record Examination, একটি সম্পূর্ণ কম্পিউটারাইজড পরীক্ষা যা অনেক দেশের অনেক ইউনিভার্সিটিতে (বিশেষ করে উত্তর আমেরিকাতে) গ্র্যাজুয়েট স্টাডি (মাস্টার্স বা পিএইচডি) করার জন্য লাগে। প্রধানত science & arts ব্যকগ্রাউন্ড এর স্টুডেন্টদের এটা লাগে। Commerce ব্যকগ্রাউন্ডের জন্য লাগে GMAT; তবে অনেক বিজনেস স্কুল আজকাল GRE একসেপ্ট করছে। GMAT নিয়ে জানতে ঘুরে আসুন এখান থেকে, All About GMAT
Why GRE is important?
অনেক ইউরোপিয়ান ইউনিভার্সিটির জন্য শুধুমাত্র সিজিপিএ আর IELTS/TOEFL স্কোর হলেই চলে। কিন্তু আমেরিকা, কানাডার ইউনিভার্সিটিগুলো সহ আরো বেশ কিছু দেশের ইউনিভার্সিটি একটু শেয়ানা। তারা জানে, শুধু সিজিপিএ কারো যোগ্যতার মাপকাঠি হতে পারেনা। ওরা জানে, একেক ইউনিভার্সিটির সিজিপিএ নিয়ে উদারতা একেক রকম। যাদের সিজিপিএ কম, তাদের জন্য এটা বেশ সুখবর। নিজের যোগ্যতা প্রমাণের আরো একটা সুযোগ আছে আপনাদের জন্য।
Test Structure
এর সেকশন ৩টি- Analytical Writing (রচনা), Verbal Reasoning (ইংরেজি), Quantitative Reasoning (গণিত)
GRE হচ্ছে Multi-Stage Test. অর্থাৎ, Verbal আর Quantitative এর পরীক্ষা হবে একের অধিক (সচরাচর দুই) ধাপে। প্রথম ধাপে আপনার পারফর্ম্যান্স এর ওপর পরবর্তী ধাপের difficulty level নির্ধারিত হবে। অর্থাৎ, আপনি যদি দুপুরে ১ কেজি চালের ভাত খেতে পারেন, তাহলে রাতে দেখবে আপনার পাকস্থলী আসলেই কত বিশাল। ডিনারে দেড় কেজি চাইলের ভাত খেতে দেবে। দুপুরে যদি ১ কেজিই না খেতে পারেন, তাহলে রাতে দেবে ৫০০ গ্রাম।
পরীক্ষার রুটিন অনেকটা এই রকম-
Analytical writing section > 1 minute break > Verbal > Quantitative > 10 minute break > verbal > quantitative > an experimental section. এই এক্সপেরিমেন্টাল সেকশনটা verbalও হতে পারে, আবার quantitativeও হতে পারে।
আসুন, এবার তিনটা সেকশন নিয়েই বিস্তারিত জানি……
Analytical Writing
1. Analytical writing – দুটো essay লিখতে হবে। একটি Issue Task, আরেকটা Argument Task. প্রত্যেকটার জন্য সময় থাকবে ৩০ মিনিট করে। বিস্তারিত এইখানে, AWA for GRE/GMAT
Verbal Reasoning
2. Verbal Reasoning – আগেই বলা হয়েছে, এটা দুই ধাপে হবে। প্রত্যেক ধাপে 20 টা করে প্রশ্ন, সময় 30 মিনিট করে। এখানে তিন ধরনের প্রশ্ন আসবে।
- Text Completion – সোজা বাংলায়, শুন্যস্থান পূরণ। একটা গ্যাপ থাকলে পাঁচটা অপশন, একটা সঠিক উত্তর সিলেক্ট করতে হবে। একের অধিক গ্যাপ থাকলে প্রত্যেক গ্যাপের জন্য 3 টা করে অপশন থাকবে, একটা করে সিলেক্ট করতে হবে। সর্বোচ্চ তিনটা গ্যাপ থাকতে পারে। আসুন, তিনটা গ্যাপওয়ালা একটা প্রশ্নের উদাহরণ দেখি…
- Sentence Equivalence – এটাও শুন্যস্থান পূরণ, একটু ভিন্ন আঙ্গিকে। একটা গ্যাপ, ছয়টা অপশন, দুইটা সঠিক উত্তর। Vocabulary তে ভালো হতে পারলে কাঁচা কাঁচা নাম্বার পাওয়া যাবে। আর নইলে অপশন নিয়ে ওবু দশ বিশ খেলতে হবে।
- Reading Comprehension – ছোট বড় মিলিয়ে 3/4 টা passage থাকবে। আপনাকে বুঝে নিতে হবে অনুচ্ছেদের main or supporting idea কি, লেখক কি বোঝাতে চাইছেন, এই প্যাসেজ পড়ে কি কি প্রশ্নের উত্তর দেয়া যায় ইত্যাদি। একটা প্রশ্ন দিয়ে বলতে পারে, প্যাসেজের কোন লাইন দিয়ে এই প্রশ্নের উত্তর দেয়া যায়- সেক্ষেত্রে প্যাসেজ থেকে একটা লাইন সিলেক্ট করতে হবে।
Quantitative Reasoning
3. Quantitative Reasoning – ম্যাথ সেকশনকে এই নামে ডাকা হয়। এটাও দুই ধাপে হবে। প্রত্যেক ধাপে 20 টা করে প্রশ্ন, সময় 35 মিনিট করে। এখানে চার ধরনের প্রশ্ন আসবে।
- M.C.Q.- একটা অংক, পাঁচটা অপশন, একটা সঠিক উত্তর, সিম্পল !!
- M.C.Q. with more than one answer- একটা অংক, তিনটা থেকে ছয়টা অপশন, একের অধিক উত্তর। সবগুলোই উত্তর হতে পারে, সেক্ষেত্রে সবগুলোই সিলেক্ট করতে হবে।
- Numeric Entry- কোন অপশন নাই, উত্তর লিখতে হবে একটা বক্সের মধ্যে। এখানে অপশন নিয়ে ওবু দশ বিশ খেলার সুযোগ নাই, চু চু…… প্রশ্নের উদাহরণ দেখুন ছবির মধ্যে!
- Quantitative Comparison- আগের সবগুলোই আমাদের পরিচিত, এটা একটু নতুন। দুইটা quantity (Quantity A এবং Quantity B) -তে দুটো value (digit or variable) থাকবে। কোন কলামের value বড়, সেটার ওপর ভিত্তি করে উত্তর ঠিক করতে হবে। উদাহরণ দিচ্ছি…
আলোচনার সুবিধার্থে সহজ একটা অংক কষি, আসুন……x is all real numbers
Quantity A = x
Quantity B = x^2 (Square of x)
যদি quantity A বড় হয়, তাহলে উত্তর A
যদি quantity B বড় হয়, তাহলে উত্তর B
যদি দুটো quantity-ই সমান হয়, তাহলে উত্তর C
আর যদি উত্তর দেয়ার জন্য যথেষ্ট তথ্য না থাকে, অথবা একেক বার একেক রকম উত্তর আসে, তাহলে উত্তর D.
অনেকেই ওপরের প্রশ্নের উত্তর B ভেবেছেন হয়তো। কথা সত্য, 4 বা -4 সবাইকে বর্গ করলেই বড় সংখ্যা পাওয়া যাবে। কিন্তু, মনে রাখতে হবে, বর্গ করলেই যে সবাই বড় হয়ে যাবে, তা কিন্তু নয়। যেহেতু x সবগুলো real number নির্দেশ করে, সেহেতু ০ থেকে ১ এর মধ্যেকার দশমিক ভগ্নাংশকেও (যেমন 0.5, 0.7, 0.8, etc) নির্দেশ করে। এবং ওগুলোকে বর্গ করলে কিন্তু সেগুলো ছোটো হয়ে যায়। তখন কিন্তু Quantity B ছোটো হয়ে যায়, অর্থাৎ উত্তর B. এ ধরনের double trouble এর জন্য উত্তর D.
Scoring Pattern
সব মিলিয়ে ৩৪৬ নাম্বারের পরীক্ষা। Verbal আর Quantitative এ 170 করে, আর analytical এ 6. Verbal আর Quantitative মিলিয়ে মিনিমাম স্কোর বলতে 305+ এবং ভালো স্কোর বলতে 315+ বোঝায়। Analytical এ 3 এর ওপরে পাওয়া উচিৎ। আপনার যদি আগের GRE তে স্কোর থাকে, তাহলে সেটাকে নতুন GRE তে convert করে নিন এখান থেকে, ETS conversion
Practice Test
ETS (guys who make the test) দ্বারা প্রণীত দুটো প্র্যাকটিস টেস্ট ডাউনলোড করুন এখান থেকে, ETS TEST
Others
- GRE এর জন্য জরুরি বইগুলো নিয়ে ভালো একটা আলোচনা পাবেন এখানে, Important books for GRE Preparation. তিন সেকশনের বই নিয়েই আলোচনা করা আছে এখানে।
- একাউন্ট খুলতে হবে www.gre.org তে গিয়ে। এটার জন্য রেজিস্ট্রেশন করতে খরচ পড়বে 205 ডলার। Credit Card এর মাধ্যমে পেমেন্ট করতে হয়। আমরা (NexTop-USA) ক্রেডিট কার্ড সহায়তা দিয়ে থাকি, সবচে কম খরচে…
- একবার পরীক্ষা দিলে 4 টা ভার্সিটিতে ফ্রি স্কোর পাঠানো যায়, পরবর্তী প্রতিটি ভার্সিটিতে পাঠাতে লাগে 25 ডলার করে; স্কোর valid থাকে 5 বছর পর্যন্ত। এটাও ক্রেডিট কার্ডের মাধ্যমেই করতে হয়।
- GRE বছরে পাঁচবার দেয়া যায়, কিন্তু একবার দেয়ার পরবর্তী 30 দিনের মধ্যে আর দেয়া যায়না।
- Exam centre – American Alumni Association (AAA), House# 145, Road 13B, Block # E, Banani, Dhaka.
- GRE নিয়ে miscellaneous question এর জন্য দেখুন, FAQ-GRE
Full Address (According to Passport ) likhte parchi na My GRE account open korar somoy.Address er 2 ta field fillup korar poro kichu portion baki thakche.
ki kora jay?
কিছু অংশ বাকি থাকলে সমস্যা নাই
আমি প্রায় দশ বছর আগে MSS করেছি আর এখন শিক্ষকতার সঙ্গে জড়িত নই। আমার কোন প্রকাশনা নেই। আমি কি উচ্চশিক্ষার জন্য (MS or phd) করতে পারি? বাস্তবতার নিরিখে উত্তর দিলে খুশি হবো।
বয়স কোনো ব্যাপার না। আর প্রকাশনার সংখ্যাও না। GRE, TOEFL দিন, নিজেকে প্রমাণ করুন। এপ্লাই করুন। All the best.
আমি Atish Dipankar University থেকে CSE (3.28) করছি ২০১৪ and 2009 diploma (3.01)। Problem is my BSc Credit(Credit-111 Completed and left are waiver form diploma course ) & University reputation. Can i apply with this degree in USA university for MS?
And Im not a programmer i prefer network or other course which is avoid programming.
Please give me your valuable advise for me.
Thanks in advance
/Badrul
Yes, you can apply. One of my best friends got into PhD after finishing his undergraduate in ADUST.
I have a very low cgpa 2.7/4.0 in Industrial Engineering. My GRE score is 314 with 160 in quant. Is it a low score given that my cgpa is that low? Should I consider retaking GRE before starting to apply? I have only 2 conference paper publications (not peer reviewed).
Thanks
Your GRE is fine, you don’t need to retake it. Your CGPA is the main hurdle here, honestly speaking. You need to talk to a lot of professors to convince one to hire you as a TA or an RA. That’s what you need to do, keep contacting as many professors as you can.
gre exam e আমি যদি প্রথম ধাপে ভাল করি,তাহলে দ্বিতীয় ধাপে আরও কঠিন প্রশ্ন করা হবে।
ets এটা কিজন্য করে,এবং কেন???
To see how far can you really go.
exam e ki paper dibe math rough korar jonno.Na pc te korte hobe..?
Peace be upon you
Brother I have completed My B.A and M.A in English Language and Literature.
Could you please tell me How can i be able to find a funding admission in USA?
and How much will GRE score help me to get funded admission?
Thank you
The process is written in this website, with excruciating details. And about GRE score, the higher the better. Do the best you can, don’t aim for low score.
I have completed my graduation in computer science and engineering in 2018 .After that, I did my internship and joined in as a software quality assurance engineer.There I worked for 2 years. It has been one year I have left my job and completed my Ielts .
My profile :
SSC:5.00 (2010)
HSC :5.00(2012)
BSC:3.87(out of 4) (2018)
Ielts :6.5(no band less than 6)
Job experience:2 years
Have done with thesis but didn’t publish it
No Gre score .
Is it possible to get admission with this profile?low rank university will be ok for me . Could you suggest me some good advice ?
Or should I start my GRE preparation?I am scared since it will take too much time .
In my opinion, start your GRE preparation. In the meantime, contact with faculty members and see if you can apply without GRE. If you hit it off with a faculty member, they may bring you in.
আমি ২০১৮ সালে বিএ পাস কোর্স সম্পন্ন করি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এবছর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ২ বছর মেয়াদি মাস্টার্স সম্পন্ন করি পলিটিকাল সাইন্সে।আমি কি জিআরই দিতে পারব?
This time I will give SSC exam. My dream is to do Honors with HSC exams in America, Canada and other European countries. How many points or numbers in my HSC and what else do I need to do Honors in America? I would like to get some information from you.
Try to do your best, that’s all.
আমার আইডি নতুন হওয়ায় আপনাদের ফেসবুক গ্রুপে এড হতে পারছি না।
কিভাবে এড হতে পারি?
আমার আইডি আসল আইডি।
কিভাবে এড হবো।
Masum vai, ‘Assalamualikum’. You’ve written that the GRE registration fee is 195$, Suppose I registered successfully then sat for the exam and I failed for the first time! Before sitting for the exam until the score is satisfactory do I’ve to pay any further fees for each term? Thanks.
Yes, you need to pay each time you appear in the test.
আমি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বিএ অনার্স করতেছি?
আমি এই পরিক্ষা দেওয়ার জন্য কিভাবে পড়াশুনা করতে পারি বা সহায়তা গ্রহণ করতে পারি?
সবার জন্য এই পরীক্ষার প্রস্তুতি একইরকম।