আপনাকে কী কী পরীক্ষা দিতে হবে?

আপনি কোন বিষয়ের ওপর মাস্টার্স বা পিএইচডি করতে চান, সেটার ওপর ভিত্তি করে আপনাকে দুটো বা তিনটা পরীক্ষা দিতে হতে পারে। নিচের ছবিটা ভালো করে খেয়াল করুন, এরপর বর্ণনা পড়ুন।

983928_541440679240636_831078096_n

আপনি যদি মাস্টার্স বা পিএইচডি করতে চান, তাহলে GRE দিতে হবে। আর TOEFL বা IELTS থেকে যে কোনো একটা দিতে হবে। যদি আপনি এমবিএ করতে চান, তাহলে GMAT বা GRE থেকে যে কোনো একটা, এবং টোফেল বা IELTS থেকে যে কোনো একটা দিতে হবে।

মন্তব্য

21 comments

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।