আপনাকে কী কী পরীক্ষা দিতে হবে?
আপনি কোন বিষয়ের ওপর মাস্টার্স বা পিএইচডি করতে চান, সেটার ওপর ভিত্তি করে আপনাকে দুটো বা তিনটা পরীক্ষা দিতে হতে পারে। নিচের ছবিটা ভালো করে খেয়াল করুন, এরপর বর্ণনা পড়ুন।
আপনি যদি মাস্টার্স বা পিএইচডি করতে চান, তাহলে GRE দিতে হবে। আর TOEFL বা IELTS থেকে যে কোনো একটা দিতে হবে। যদি আপনি এমবিএ করতে চান, তাহলে GMAT বা GRE থেকে যে কোনো একটা, এবং টোফেল বা IELTS থেকে যে কোনো একটা দিতে হবে।
medical background e kono subject e masters korte chaile GRE kon subject e dite hobe r tar preparation kivabe nite hobe?
General GRE, and in some cases, subject GRE on Biology.
আমি সবেমাত্র বিবিএ শেষ করলাম। মাস্টার্স এর জন্যে GRE বা GMAT এর মধ্যে কোনটির প্রাধান্য বেশি? SSC/HSC তে science background এ ছিলাম। GRE দিতে পারব?
হ্যাঁ, পারবেন। অনেক বিজনেস স্কুলও জিআরই এক্সেপ্ট করছে।
আমি জাতীয়তে ‘দর্শন’ বিভাগের ছাত্র। ‘দর্শন’ বিষয়ে কি ফান্ড পাওয়া সম্ভব? কিংবা ‘দর্শন’ এ অনার্স শেষে অন্য কোন বিষয়ের উপর মাস্টার্স করার সুযোগ আছে কিনা?
দর্শনেই সম্ভব।
ভাইয়া, ইউএসএ তে এম বি এ করার জন্য কোনটার প্রাধান্য বেশি? জি আর ই নাকি জিম্যাট??
দুটোই করা যায়। গ্র্যাজুয়েট স্কুল এখন দুটোই এক্সেপ্ট করছে।
ভাইয়া,
আমি north south univarsity তে bba 4th semester এর student। আমি যদি আমার credit transfer করতে চাই তাহলে আমার toefl or ielts এর পাশাপাশি gre or gmat কিছু দিতে হবে? আর credit transfer nie একটি blog লিখলে উপকার হতো।
Thanks in advance
চেষ্টা থাকবে।
I completed my masters from du in2007 from Bangladesh.in 2016 I pursued a one year bachelor degree in special education from Bup.have no thesis,no job experience.now want to study msed in USA.is it possible and what should I do?
Take GRE and TOEFL, and apply. Start in our homepage.
I am From Arts Background Studying B.A(Hons) in Graphics Design & Multimedia . Which is Necessary for me among GRE/GMAT?????
GRE
I come from physics dept. now which will be best? subject GRE/ General GRE
General GRE is enough in many schools.
যারা আন্ডার-গ্র্যাডে যেতে চায় তাদের ক্ষেত্রে কম্বিনেশনটা কি হবে?
SAT (instead of GRE) and other materials.