আইইএলটিএস নিয়ে প্রশ্নগুলো (faq_ielts)

What is IELTS?
IELTS= Internation English Language Testing System, ইংরেজি ভাষায় আপনার দক্ষতা যাচাই করার জন্য একটি স্ট্যান্ডার্ডাইজড টেস্ট। আপনার প্রয়োজনের ওপর ভিত্তি করে দু ধরনের IELTS থেকে যে কোন একটিতে অংশগ্রহণ করে ইংরেজিতে আপনার কারিশমা দেখাতে পারেন। IELTS এর test structure এবং tips and tricks নিয়ে বিস্তারিত এইখানে, All About IELTS

What is the minimum score for IELTS?
অধিকাংশ ইউনিভার্সিটিতে এপ্লাই করার জন্য 6.5 এর প্রয়োজন হয়। কোন কোন স্কুলের জন্য কম বা বেশি লাগতে পারে। এই লিস্টে দেখুন, কোন বিশ্ববিদ্যালয়ে কত লাগে, Minimum Requirement.

How many vocabulary is required for IELTS?
কতটুকু vocabulary লাগবে, এটা সংখ্যার দিক থেকে বলা মুশকিল। কারণ, IELTS এর জন্য Authentic vocabulary list বলতে আসলে কিছু নেই। VocaBuilder পড়ুন, ভোকাবুলারি নিয়ে কোনো প্রবলেম থাকবেনা আশা করি……

আমি TOEFL দিয়েছি, আমাকে কি IELTS দিতে হবে?
না…… IELTS এবং TOEFL, দুটোই ভাষার দক্ষতা যাচাইয়ের টেস্ট। একটা দিলে আরেকটা দিতে হবেনা।

আমি GRE দিয়েছি, আমাকে কি IELTS/TOEFL দিতে হবে?
হ্যাঁ, GRE দিলেও আপনাকে IELTS বা TOEFL দিতে হবে। GRE আর TOEFL/IELTS, দুটো আলাদা জিনিস। GRE হচ্ছে গ্র্যাজুয়েট স্টাডি করার মেধা আপনার আছে কিনা, সেটা দেখার জন্য, আর TOEFL বা IELTS হচ্ছে ইংরেজিতে আপনার দক্ষতা যাচাই করার জন্য। সূতরাং, GRE and TOEFL are complementary to each other, not supplementary. You have to take both to apply in US universities.

IELTS preparation এর জন্য কি কোচিং করার প্রয়োজন আছে?
কারো লাগে, কারো লাগে না – depends on one’s merit, that’s the absolute truth of it. নিজে নিজেও প্রিপারেশন নেয়া যায়, trial and error এর মাধ্যমে। আবার Scheduled Guidance এবং টিম ওয়ার্ক এর মাধ্যমে কম্পিটিশন করেও পড়তে পারেন।

সবচেয়ে নির্ভরযোগ্য প্র্যাকটিস গাইড কোনটা?
According to experts, Cambridge IELTS এর ভলিউমটা সবচে ভালো…

IELTS প্রিপারেশনের জন্য কত মাস সময় লাগে?
আপনার নিষ্ঠা এবং মেধার ওপর নির্ভর করবে। ইংরেজি তো ছোটবেলা থেকেই শিখছেন, সেটাকে একটা ভিত্তি ধরে দু-তিন মাসের মধ্যে হয়ে যাবার কথা……

IELTS score কতদিন valid থাকে?
২ বছর

কিভাবে রেজিস্ট্রেশন করতে হয়?
রেজিস্ট্রেশন করার জন্য Registration Form, এই লিংকে গিয়ে ফর্মটা ডাউনলোড>প্রিন্ট>পূরণ করে টাকা নিয়ে ব্রিটিশ কাউন্সিলে চলে যান অথবা ওখানে গিয়ে বসে বসে পূরণ করুন। পাসপোর্ট ছাড়া রেজিস্ট্রেশন করা যাবেনা।

মন্তব্য

2 comments

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।