আমেরিকাতে উচ্চশিক্ষার জন্য শুরুতেই যা জানা দরকার
যারা এইমাত্র মনস্থির করলেন যে আমেরিকাতে হায়ার স্টাডি করতে চান, তাদের জন্য কিছু একেবারে বেসিক কিছু জিনিস নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। আশা করি, you’ll feel more knowledgeable after reading this for the first time.
Undergraduate program – অনার্স প্রোগ্রাম। অনার্সের চার বছরকে ওরা যথাক্রমে Freshman year, Sophomore year, Junior year, Senior year বলে।
Graduate Program – মাস্টার্স বা পিএইচডি প্রোগ্রাম
F1 Visa – আমেরিকাতে পড়াশোনা করতে আসা বিদেশী স্টুডেন্টদের ভিসা। ভার্সিটিতে আমাদের ভর্তি কনফার্ম হয়ে গেলে আমরা এই ভিসার জন্যেই এপ্লাই করবো।
Assistantship – আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোর জন্য এটা স্কলারশিপের synonym. একদম সহজ করে বললে, এসিস্ট্যান্টশিপ পাওয়ার অর্থ হচ্ছে স্কলারশিপ পাওয়া। এটার অন্য নাম হচ্ছে Funding. USA এসিস্ট্যান্টশিপের মাধ্যমে যতজন ছাত্র-ছাত্রীকে উচ্চশিক্ষার সুযোগ করে দেয়, ইউরোপের অনেক দেশ একত্রে এতো স্কলারশিপ দেয়না। এসিস্ট্যান্টশিপ মূলত দুই রকম-
1) Research Assistantship – আমরা অনেকে বিজ্ঞানী আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক- দুটোকে একেবারে ভিন্ন সত্তা হিসেবে দেখি; বাংলাদেশের প্রেক্ষাপটে বিচার করি বলেই হয়তো। কিন্তু বিশ্বের অধিকাংশ দেশে এই দুটো টার্ম একেবারে ওতপ্রোতভাবে জড়িত। ওখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাই গবেষণা করেন মূলত, ইউনিভার্সিটির বড় বড় ল্যাবে তাদের রিসার্চ চলে। এইসব রিসার্চের জন্য তাদের এসিস্ট্যান্টের প্রয়োজন হয়। তাই তারা Research Assistantship অফার করে।
এটা এমন একটা চাকরি, যেখানে আপনার কাজ হচ্ছে আপনার থিসিস নিয়ে কাজ করা। সেটা তো মাস্টার্স-পিএইচডি করতে গেলে আপনাকে এমনিতেই করতে হতো। আপনার থিসিসের কাজ করার জন্যে ওরা আপনাকে সরঞ্জামও দেবে, আপনার কোর্সওয়ার্কের টিউশন ফি-ও মাফ করে দেবে, আবার মাসে মাসে কিছু টাকাও আপনার পকেটে গুঁজে দেবে। টাকার অংকটা ভালোই, খেয়ে পরে প্রত্যেক মাসে ৫০,০০০ টাকা (ক্ষেত্রবিশেষে আরো বেশি) থেকে যায়।
2) Teaching Assistantship – শিক্ষকদের মধ্যে অনেকেই নামজাদা বিজ্ঞানী, অনেকে নোবেল-বিজয়ী, অনেকে যে কোনদিন পেয়ে যাবে- এমন রিসার্চ করছে। ফলাফল, তারা অত্যাধিক ব্যস্ত। এমন অবস্থায় সে কি আর পরীক্ষার হলে পরিদর্শকের কাজ করে ৩ ঘণ্টা নষ্ট করবে? অথবা প্রত্যেকের ২০টা করে ৩০ জন ছাত্রের MCQ paper evaluate করবে? তার চেয়ে বরং এ সময়টা পেলে সে একটা নতুন research method দাঁড় করাতে পারবে। তাই এই কাজগুলোর জন্য সে একজন এসিস্ট্যান্ট রাখে, তাকে বলে Teaching Assistant. সুযোগ-সুবিধা অনেকটা research assistant-দের মতই।
Fall Session – শরৎকালে অর্থাৎ অগাস্ট-সেপ্টেম্বরে যে সেশনটা শুরু হয়, সেটা। এই সেশনেই এসিস্ট্যান্টশিপ পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে।
Spring Session – জানুয়ারি মাসে যে সেশন শুরু হয়, সেটা। এই সেশনে ফান্ডিং Fall এর চেয়ে কম থাকে। আর বেশির ভাগ ক্ষেত্রে কোর্সওয়ার্কও এমনভাবে সাজানো থাকে, যাতে Fall এ শুরু করলে সুবিধা। তবে এটা ঠিক যে, এই সেশনেও ফান্ডিং থাকে এবং ফান্ডিং পেলে আমাদের কাছে Fall হচ্ছে লাউ, আর Spring কদু !!
Standardized Test – ইউনিভার্সিটিগুলোতে এপ্লাই করতে হলে আগে কিছু টেস্ট দেয়া প্রয়োজন। যেমন – GRE, GMAT, TOEFL, IELTS, etc. এগুলোর ওপর ক্লিক করে প্রত্যেকটার ব্যাপারে ডিটেইলসে জেনে নিতে পারবেন। TOEFL অথবা IELTS এর মধ্যে যে কোন একটা দেয়া লাগবে ইংরেজি ভাষায় দক্ষতা যাচাই করার জন্য। MBA করতে চাইলে লাগবে GMAT, আর বাকী সবার জন্য GRE. ভালো করে ব্যাপারটা বুঝতে এখানে দেখুন, Which tests to take.
Ivy League – আটটা নামী-দামী বিশ্ববিদ্যালয়, যেগুলোতে চান্স পাওয়া খুবই শক্ত বা চান্স পেতে হলে খুব ভালো কোয়ালিফিকেশন থাকা লাগে, সেগুলোকে একত্রে Ivy League বলে। সেই আটটা ভার্সিটির নাম হচ্ছে Brown University, Columbia University, Cornell University, Dartmouth College, Harvard University, Princeton University, the University of Pennsylvania, and Yale University. এরকম কোয়ালিটির ভার্সিটি অনেক আছে, তবে এরা নিজেদেরকে একটু হনু ভাবে… MIT এর নাম এখানে নেই, তাহলেই বুঝুন!
Some Myths and Truths – USA higher study নিয়ে কিছু ভুল ধারণা অনেকের মধ্যেই বিদ্যমান। আশা করি, আপনি সেই ভুল ধারণায় বিভ্রান্ত হবেন না…
নোটের এই জায়গায় এসে আপনি বলতে পারেন, আপনার প্রিপারেশন শুরু হয়ে গেছে। এবার নেমে পড়ুন এপ্লাই করার রাস্তায়। কি কি লাগবে, সেগুলোর বিস্তারিত দেখে নিন এই লিংকে – The Ultimate Check-list for HIGHER STUDY IN USA……… Best of luck!
Good initiative for new students.
Really help-full and most informative for the beginners
thanks for sharing, it is very helpfull.
National University tekhe ki apply kora possible?
হ্যাঁ, সম্ভব।
Really it is very initiative for every students.
usa e study korte gele study complete hole ki niz deshe back kora lage????
আপনি চাইলে (এবং পেলে) জব করতে পারেন।
Bangladesh e GRE er jonno kon coachin center ta better????
চট্টগ্রামে থাকলে নেক্সটপ ক্যাম্পাসেই যেতে পারেন।
মাসুম ভাই,
(আমেরিকান,কানাডা,জাপান) ছাড়া আর কোন কোন দেশে মাস্টার্স করতে GRE/GMAT দিতে হয়?
Hello Masum Bhai
Hope you are well. If possible, please provide me some information:
I completed MBA from CU and now working in a Finacial organization in Oman
I want go USA for higher study.
Now I’m planing to take GRE and IELTS.
My query is : will it possible to get fund either partial or full to pursue my course.
Please also advise me which course is suitable for me.
Will P.hd a good option?
MY PROFILE given below :
BBA:3.2
MBA:3.24
Experience: 5 years
Field of work:-Sales and marketing:
vaiya ami gre preparation nite agrohi.ami dhaka taki.apnader education material gola collect korbo kota teke.
NexTop’s materials are in the campus. For you, my suggestion is this…..
Start with Vocabulary – The book VocaBuilder is available in the market, videos I made are available in youtube.
Simultaneously, start math from Nova’s GRE Math Prep Course (In short, Math Bible).
After vocabulary prep, start practicing verbal questions from the books available in market.
All the best.
I’ve just completed HSC.My father lives in US.We’ll go there as immigrants. what will be next procedures for my higher studies?? Will I be able to admit into university for undergraduation or college?
You still have to take GRE and go through the application process.
কিরকম প্রফাইল এম-আই-টি তে এডমিশনএর জন্য যথেষ্ট হবে? মাস্টার্স প্রোগ্রামের ক্ষেত্রে (নিউক্লিয়ার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট)? একটু দয়া করে জানাবেন কি? আমার বি.এসসি. এই বিষয়এর উপরই (ফাইনাল ইয়ারে আছি)।
There is no guarantee that having such and such profile is enough. Do your best, contact the professors and grad coordinators in that department, and see what they say.
USA te MSc korte undergraduate cholakalin kotodin er time thakte preparation newa uchit for MSc? Like GRE, IELTS kobe dewa uchit? Ami private university te CSE te 8th semester e achi, ar 4 ta semester baki.
See the timeline and prepare accordingly, http://www.nextopusa.com/timeline_of_success
It takes about 4 months of preparation for gre and toefl.
জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স করলে আমেরিকায় মাস্টার্স করা যাবে?
একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন…
আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্সে রাষ্ট্রবিজ্ঞানে পড়ি। আমেরিকায় মাস্টার্স করতে চাই। কিন্তু, ব্যাংক স্টেটমেন্টে যে অর্থ (১০ লক্ষ,৩০ লক্ষ, ৪৫-৫০ লক্ষ) দেখাতে হয় সেই সামর্থ্য আমার নেই। এক্ষেত্রে কি করতে পারি।
প্লিজ রিপ্লাই।
আপনার এসিস্ট্যান্টশিপ লেটারে ফান্ডিং এর এমাউন্ট যা লেখা থাকবে, তাতে আপনার খরচের বেশির ভাগই কভার করবে। বাকিটার জন্য স্টেটমেন্ট দেখাতে হবে। পুরো এমাউন্ট দেখাতে হবে না। আগে এসিস্ট্যান্টশিপ যোগাড় করুন, ভিসার ব্যবস্থা হয়ে যাবে।
হ্যাঁ।